ঢাকা     মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই দেশের পারস্পরিক সম্পর্ক অটুট থাকবে: ভারতীয় হাইক‌মিশনার

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ১৪ আগস্ট ২০২৪   আপডেট: ১৫:২০, ১৪ আগস্ট ২০২৪
দুই দেশের পারস্পরিক সম্পর্ক অটুট থাকবে: ভারতীয় হাইক‌মিশনার

পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলা‌দেশ ও ভারতের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দি‌ল্লি। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি।

বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা এম তৌহিদ হোসেনের স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা।

ভারতীয় হাইক‌মিশনার সাংবাদিকদের ব‌লেন, আজ শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল। কোনো এজেন্ডা ছিল না।

তিনি বলেন, দুই দে‌শের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত। দুই দেশের পারস্পরিক সম্পর্ক অটুট থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তবে ভার‌তে অবস্থানরত বাংলা‌দে‌শের সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে করা প্রশ্নের জবাব দেন‌নি প্রণয় ভার্মা।

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়