ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

পুলিশের গুলিতে আহত জবির সাজিদ আর নেই

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ১৪ আগস্ট ২০২৪  
পুলিশের গুলিতে আহত জবির সাজিদ আর নেই

কোটা বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী একরামুল হক সাজিদ। বুধবার (১৪ আগস্ট) দুপুর আড়াইটায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাজিদ জবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। তিনি সিএমএইচে লাইফ সাপোর্টে ছিলেন বলে জানা গেছে।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে ৩টায় কোটা বৈষম্যবিরোধী আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. সোহান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

সাজিদের সহপাঠিরা জানান, গত ৪ আগস্ট মিরপুর এলাকায় আন্দোলনে অংশ নিয়ে সাজিদ মাথায় গুলিবিদ্ধ হন। পুলিশের ছোড়া একটি গুলি তার মাথার পেছনে লাগে। মাথা ভেদ করে বুলেটটি তার চোখের পেছনে আটকে যায়। গুরুতর আহতাবস্থায় তার সহপাঠিরা তাকে সিএমএইচে নিয়ে গিয়ে ভর্তি করেন। প্রাথমিক অবস্থায় মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়। অপারেশনসহ এ পর্যন্ত তাকে আট ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

সিএমএইচের চিকিৎসকরা জানিয়েছেন, আটদিনের বেশি পার হয়ে গেলেও তার শরীরিক অবস্থার কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন।

জবির সমন্বয়ক মো. সোহান বলেন, কোটা আন্দোলন আহত হওয়া সাজিদের মৃত্যুতে আমরা পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শোকাহত। তার মরদেহ নিতে আমরা সিএমএইচে যাচ্ছি। ক্যাম্পাসে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

এদিকে, তার চিকিৎসার ব্যয়ে পাশে দাঁড়িয়েছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সহপাঠীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সাজিদের চিকিৎসার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রায় ৪ লাখ টাকা অনুদান দেওয়া হয়।

/লিমন/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়