ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

একসঙ্গে গান বাঁধার জন্য ঘর বাঁধিনি: অনুপম রায়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৫, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ০৮:১৪, ২ নভেম্বর ২০২৪
একসঙ্গে গান বাঁধার জন্য ঘর বাঁধিনি: অনুপম রায়

পিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পর গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে ঘর বেঁধেছেন দুই বাংলার দর্শকপ্রিয় গায়ক অনুপম রায়। গত ১ মার্চ পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

গায়ক অনুপমের বিয়েবিচ্ছেদ তার ভক্তদের আহত করেছিল, আবার প্রস্মিতাকে বিয়ের খবরেও আনন্দিত হন তার অনুরাগীরা। কিন্তু বিয়ের পর সংসার জীবন নিয়ে সেভাবে কথা বলতে দেখা যায়নি অনুপম রায় কিংবা প্রস্মিতাকে। নতুন সংসার নিয়ে অনুপম নানা কথা জানিয়েছেন ভারতীয় একটি গণমাধ্যমে।

কয়েক দিন আগে দুর্গা পূজা শেষ হয়েছে। বিয়ের পর এটি ছিল এই দম্পতির প্রথম পূজা। কেমন কেটেছে তাদের পূজা? জবাবে অনুপম রায় বলেন, ‘পূজা ভালোই কেটেছে। তবে আমি ছিলাম বম্বেতে। প্রস্মিতা ছিল আমেরিকায়, তাই একসঙ্গে সময় কাটানো হয়নি।’

আপনার পরিচালনায় প্রস্মিতাকে সেভাবে গাইতে শোনা যায় না। ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে কিনা? এ প্রশ্নের উত্তরে অনুপম রায় বলেন, ‘প্রথম থেকেই বলছি পেশাদার হওয়া জরুরি। আমরা স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে থাকি। একসঙ্গে গান বাঁধব বলে ঘর বাঁধিনি। ব্যক্তিগত জায়গায় আমরা পরস্পরকে পছন্দ করি। এর সঙ্গে পেশাকে গুলিয়ে ফেললে সমস্যা আছে। আমি পরিচালক। যদি মনে হয়, কোনো গানে ওর কণ্ঠ মানানসই হবে, তবে অবশ্যই একসঙ্গে কাজ করব।’

আপনি শান্ত স্বভাবের মানুষ। কিন্তু প্রস্মিতা কেমন? আপনাদের অধিকাংশ সময় কীভাবে কাটে? এ বিষয়ে অনুপম বলেন, ‘গান বাজনা নিয়ে সারাদিন আলোচনা হয়। এ ছাড়াও আমাদের আলোচনার নানা বিষয় রয়েছে। প্রস্মিতা কিন্তু মানুষের সঙ্গে মিশতে ও আনন্দ করতে খুব ভালোবাসে। আমি খুবই ঠান্ডা প্রকৃতির। ও সেই তুলনায় অনেক প্রাণবন্ত। দু’জনে একসঙ্গে থাকতে ভালোই লাগে।’

প্রথম সংসার ভাঙার পর পিয়া চক্রবর্তীর সঙ্গে ঘর বেঁধেছিলেন অনুপম রায়। অনুপমের সঙ্গে সংসার ভাঙার পর পিয়া বিয়ে করেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জিকে। আর অনুপম মালা পরান প্রস্মিতার গলায়। অনুপমের এটি তৃতীয় বিয়ে আর প্রস্মিতার দ্বিতীয়।

প্রস্মিতাকে ইন্ডাস্ট্রিতে আনেন পরিচালক রাজ চক্রবর্তী। এটা ২০১২ সালের ঘটনা। তার পরিচালনায় তৈরি হয় ‘বোঝে না সে বোঝে না’ সিনেমা। এ সিনেমায় প্রথম গান গেয়েছিলেন প্রস্মিতা। ‘সাজনা’ গানটি গাওয়ার মাধ্যমে সিনেমা দুনিয়াতে প্লেব্যাকে হাতেখড়ি হয় এই গায়িকার।

রাজ চক্রবর্তী পরিচালিত ‘বরবাদ’ সিনেমায়ও গান গান প্রস্মিতা। ‘পারব না আমি ছাড়তে তোকে’ এবং ‘আসো না’ গানটিও প্রস্মিতারই গাওয়া। হিট বাংলা সিনেমা ‘কণ্ঠ’ বা ‘পোস্ত’ সিনেমায়ও প্রস্মিতার গাওয়া গান রয়েছে।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়