ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

সাংস্কৃতিক সংযোগ সৃষ্টিতে নজরুলের সাহিত্যকর্ম অনন্য মাধ্যম: প্রণয় ভার্মা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ১৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:২৪, ১৩ নভেম্বর ২০২৪
সাংস্কৃতিক সংযোগ সৃষ্টিতে নজরুলের সাহিত্যকর্ম অনন্য মাধ্যম: প্রণয় ভার্মা

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা (ছবি: সংগৃহীত)

সাংস্কৃতিক সংযোগ সৃষ্টিতে কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মকে অনন্য মাধ্যম বলে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। 

মঙ্গলবার (১২ নভেম্বর) গুলশানে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) উদ্যোগে কাজী নজরুল ইসলামের শ্যামাসংগীত সন্ধ্যার আয়োজনে তিনি এসব কথা বলেন।

ভারতের হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও ভারতের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী অমূল্য সৃষ্টিকর্ম। দুই দেশের মানুষে-মানুষে ঘনিষ্ঠ সম্পর্ক ও সাংস্কৃতিক সংযোগ বিনির্মাণে অনন্য প্ল্যাটফর্ম তাঁর সৃষ্টিকর্ম।’ 

আইজিসিসি পরিচালক ও হাইকমিশনের প্রথম সচিব (রাজনীতি ও সংস্কৃতি) অ্যান ম্যারি জর্জের উপস্থাপনায় অনুষ্ঠানে নজরুলের বিখ্যাত কবিতা আবৃত্তি করেন শিল্পী টিটো মুন্সী। শ্যামাসংগীত পরিবেশন করেন শিল্পী মৃদুলা সমাদ্দার ও বিজন চন্দ্র মিস্ত্রী। 

অনুষ্ঠানে হাইকমিশনারের সহধর্মিণী মানু ভার্মা, ডেপুটি হাই কমিশনার পাওয়ান বাধেসহ বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও সাহিত্যাঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়