ঢাকা     শনিবার   ২৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৩ ১৪৩২

শিশু হত‌্যার বিচার ৯০ দিনের মধ্যে শেষ কর‌তে হ‌বে: রেজাউল করীম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ১৩ মার্চ ২০২৫   আপডেট: ২১:১৮, ১৩ মার্চ ২০২৫
শিশু হত‌্যার বিচার ৯০ দিনের মধ্যে শেষ কর‌তে হ‌বে: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম ব‌লে‌ছেন, মাগুরার নিরপরাধ শিশু ধর্ষণের ঘটনায় যে অভিশপ্তরা জড়িত, তাদের বিচার আগামী ৯০ দিনের মধ্যে শেষ ক‌রে রায় কার্যকর করতে হবে। প্রয়োজনে আইন সংশোধন করে সেটার বাস্তবায়ন চায় দেশবাসী।

বৃহস্পতিবার (১৩ মার্চ) এক বিবৃ‌তি‌তে তি‌নি এ কথা ব‌লেন।

মা‌হে রমজা‌নে শ্রমিক অসন্তোষ নিয়ে ইসলামী আন্দোলনের আমীর বলেন, ‘‘পোশাকশ্রমিকের ঘাম ও শ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে। কিন্তু ঈদ আসলে সেই শ্রমিকদের ঘামে অর্জিত বেতন-বোনাস আদায় করার জন্য রাস্তায় নামতে হয়, বিক্ষোভ করতে হয়। এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। তাই কোন ধরনের অজুহাত না দেখিয়ে ২০ রোজার মধ্যে শ্রমিকের বেতন-বোনাস বুঝিয়ে দিতে হবে।’’

ঢাকার সাততলা বস্তিতে আগুনে সর্বস্ব হারানো অসহায় নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়ে মুফতি রেজাউল করীম বলেন, ‘‘রাষ্ট্রকে অবশ্যই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং দেশের অগ্নি নিরাপত্তা জোরদার করতে হবে।’’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে ইসলামী আন্দোলনের আমীর বলেন, ‘‘অপরাধীদের চেয়ে রাষ্ট্র অনেক বড়। ফলে অপরাধীদের দমনের ক্ষেত্রে কোন ধরনের ব্যর্থতা গ্রহণযোগ্য না। তাই যে কোন মূল্যে তাদের দমন করতেই হবে।’’

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়