ঢাকা     রোববার   ১৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৯ ১৪৩২

ইন্টার ও বরুসিয়ার পয়েন্ট ভাগাভাগি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ১৮ জুন ২০২৫   আপডেট: ১৩:৫৩, ১৮ জুন ২০২৫
ইন্টার ও বরুসিয়ার পয়েন্ট ভাগাভাগি

মঙ্গলবার রাতে ফিফা ক্লাব বিশ্বকাপে মাঠে নেমেছিল ইন্টার মিলান ও বরুসিয়া ডর্টমুন্ড। ইউরোপের দুটি দলই অবশ্য পয়েন্ট হারিয়েছে। ইন্টার ১-১ গোলে ড্র করেছে মেক্সিকান ক্লাব মন্টেরির সঙ্গে। আর বরুসিয়া গোলশূন্য ড্র করেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমেন্সের বিপক্ষে।

ইন্টার মিলান ও মন্টেরির ম্যাচটি শুরু থেকেই ছিল দারুণ ছন্দে। প্রথমার্ধে বল দখলে কিছুটা এগিয়ে ছিল ইন্টার। তবে রক্ষণে মন্টেরির দৃঢ়তা ভাঙা ছিল বেশ কঠিন। ২০ মিনিটে ইন্টার ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ একটি দুর্দান্ত আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে নেন। তবে মন্টেরি দ্রুত ঘুরে দাঁড়ায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫১ মিনিটে) জার্মান বের্তারামে এক দৃষ্টিনন্দন ভলিতে গোল শোধ করেন। এরপর উভয় দলই চেষ্টা করেছে জয় আদায়ে, কিন্তু শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি।

ম্যাচের শেষদিকে ইন্টার একাধিকবার গোলের কাছাকাছি গেলেও মন্টেরির গোলরক্ষক দুর্দান্ত কিছু সেভ করে পয়েন্ট ভাগাভাগিতে বাধ্য করেন ইন্টারকে।

আরো পড়ুন:

এদিকে বরুসিয়া ডর্টমুন্ড ও ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমেন্সের ম্যাচটি ছিল অনেক বেশি রক্ষণাত্মক মনোভাবের। দুই দলই প্রথম থেকেই নিজেদের রক্ষণ সুরক্ষিত রাখতে বেশি মনোযোগ দেয়। যার ফলে আক্রমণভাগ তেমন সক্রিয় ছিল না।

ডর্টমুন্ডের মার্কো রয়েস ও কোরাডো বারিসিচ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও ফ্লুমেন্সের রক্ষণদেয়াল ও গোলরক্ষক ফ্যাবিও একটিও গোলের সুযোগ দেননি। অন্যদিকে ফ্লুমেন্সেও কাউন্টার অ্যাটাকের কৌশলে খেললেও জার্মান ক্লাবের রক্ষণের ভেতর দিয়ে এগিয়ে যাওয়া কঠিন ছিল।

শেষদিকে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে দুই দল। তবে সময়ের অভাবে গোলের দেখা মেলেনি। পুরো ম্যাচে গোলের জন্য চেষ্টার কমতি না থাকলেও গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে উভয় দল।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়