ক্লাব বিশ্বকাপে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

ফিফা ক্লাব বিশ্বকাপে আজ বুধবার রাতে (বাংলাদেশ সময় রাত ১টায়) প্রথম ম্যাচ খেলতে নামছে ইউরোপের রাজা রিয়াল মাদ্রিদ। হার্ড রক স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের প্রতিপক্ষ হিসেবে আছে সৌদি আরবের শক্তিশালী ক্লাব আল হিলাল।
তবে রিয়ালের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে কিলিয়ান এমবাপ্পের অনিশ্চয়তা। জ্বরে আক্রান্ত হওয়ায় মঙ্গলবার দলের অনুশীলনে অংশ নিতে পারেননি ফরাসি সুপারস্টার। দলের প্রধান কোচ জাবি আলোনসো জানিয়েছেন, এমবাপ্পেকে নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে।
আলোনসো বলেন, “সকালে এমবাপ্পে কিছুটা ভালো বোধ করছিল। কিন্তু তা খেলায় নামার জন্য যথেষ্ট নয়। তার শরীরে এখনও প্রচণ্ড তাপ। আমরা দেখতে চাই সে নিজেকে কেমন ফিল করে। সিদ্ধান্তটা নিতে হবে একদম ম্যাচের আগ মুহূর্তে।”
গত মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ গোল করেছিলেন এমবাপ্পে। তাই তার না থাকা নিঃসন্দেহে মাদ্রিদের আক্রমণভাগে বড় প্রভাব ফেলবে। তাছাড়া দলে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট সমস্যা দলের শক্তি-সামর্থ্যকে সীমিত করে দিচ্ছে।
জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগার, তরুণ মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা, অভিজ্ঞ রাইটব্যাক দানি কারভাহাল এবং ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও— এদের কেউই হয়তো আজকের ম্যাচে থাকবেন না।
আলোনসো আরও বলেছেন, “রুডিগার খুবই পরিশ্রম করছে। রিকভারি ভালো হলেও তাকে নিয়ে নিশ্চিত নই। কামাভিঙ্গার উন্নতি প্রত্যাশার চেয়েও দ্রুত হচ্ছে। তবে কারভাহাল ও মিলিতাওর এখনো সময় লাগবে।”
অন্যদিকে, আল হিলাল আত্মবিশ্বাসী। সৌদি প্রো লিগের এই ক্লাবটি ইতোমধ্যেই প্রমাণ করেছে তারা বড় দলের সামনে দাঁড়ানোর সাহস ও সামর্থ্য রাখে। শক্তিশালী স্কোয়াডে রয়েছে বেশ কয়েকজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়, যারা রিয়ালের দুর্বলতা কাজে লাগিয়ে চমক দেখাতে চাইবে।
আজকের ম্যাচটি শুধুমাত্র পয়েন্ট তালিকায় অবস্থান নয়, বরং রিয়াল মাদ্রিদের জন্য নিজেদের শক্তি ও গভীর স্কোয়াডের পরীক্ষা। অন্যদিকে আল হিলালের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ ইউরোপীয় চ্যাম্পিয়নের বিপক্ষে নিজেদের প্রমাণ করার।
সব মিলিয়ে, হার্ড রক স্টেডিয়ামে আজ রাতের ম্যাচে উত্তেজনা আর অনিশ্চয়তার মিশেল থাকবে নিশ্চিত। এমবাপ্পে খেলেন কি না, রিয়াল সামলাতে পারে কি না তার অনুপস্থিতি—সেই উত্তরের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
ঢাকা/আমিনুল