ঢাকা     রোববার   ১৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৯ ১৪৩২

বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ১৯ জুন ২০২৫   আপডেট: ১৩:১৩, ১৯ জুন ২০২৫
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ

বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন আবারও জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে। এবারের ড্রাফটে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স দলে নিয়েছে তাকে। যা রিশাদের জন্য বড় এক মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ হয়ে এলো।

অবশ্য গত মৌসুমেও হোবার্ট হারিকেন্স রিশাদকে দলে নিয়েছিল। কিন্তু তখন বিপিএল চলায় ও কিছু লজিস্টিক জটিলতায় শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তার। তবে এবার সেই জটিলতা না হওয়ার সম্ভাবনাই বেশি। তাছাড়া এবার রিশাদ নিজেও প্রস্তুত অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিজের ঘূর্ণি জাদু দেখাতে।

২১ বছর বয়সী রিশাদ ইতোমধ্যেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন। বিশেষ করে তার লেগ-ব্রেক ও গুগলি স্পিন বৈচিত্র্য দিয়ে। আন্তর্জাতিক মঞ্চে সুযোগ সীমিত হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার সম্ভাবনা নিয়ে আশাবাদী অনেকেই।

আরো পড়ুন:

শুধু রিশাদই নন, বাংলাদেশের আরও ১০ জন ক্রিকেটার বিগ ব্যাশের ড্রাফটে নাম লিখিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন— মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, তানজিম সাকিব, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার।

তবে শেষ পর্যন্ত কাদেরকে দলে ভেড়াবে বিগ ব্যাশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তা নির্ভর করছে ক্রিকেটারদের ফর্ম, পারফরম্যান্স এবং বিদেশি খেলোয়াড়দের কোটার ওপর।

প্রতিবার বাংলাদেশি ক্রিকেটাররা নাম দিলেও এখন পর্যন্ত শুধু সাকিব আল হাসানই বিগ ব্যাশে খেলেছেন। তিনি দু’টি মৌসুমে মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে প্রতিনিধিত্ব করেন। তাই সাকিবের পর এবার রিশাদ হতে পারেন দ্বিতীয় বাংলাদেশি, যিনি বিগ ব্যাশের মূল মঞ্চে খেলার অভিজ্ঞতা পাবেন। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়