ঢাকা     রোববার   ১৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৯ ১৪৩২

ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত সূচনা চ্যাম্পিয়ন ম্যানসিটির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১৯ জুন ২০২৫   আপডেট: ১৩:১৩, ১৯ জুন ২০২৫
ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত সূচনা চ্যাম্পিয়ন ম্যানসিটির

ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে যাত্রা শুরু করল ম্যানচেস্টার সিটি। আর শুরুটাও করল ঠিক চ্যাম্পিয়নের মতোই। নতুন সংস্করণে আয়োজিত ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচেই মরক্কোর শক্তিশালী ক্লাব উইদাদ কাসাব্লাংকার বিপক্ষে ২-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে ইংলিশ জায়ান্টরা।

তবে জয়ের আনন্দের মাঝেই অস্বস্তির ছায়া ফেলেছে তরুণ ডিফেন্ডার রিকো লুইসের লাল কার্ড, যা পরবর্তী ম্যাচের জন্য সিটিকে কিছুটা চাপে ফেলবে।

ফিলাডেলফিয়ায় ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই গোল করে সিটি শিবিরে আনন্দের ঝড় তোলেন ফিল ফোডেন। সতীর্থ জেরেমি ডোকুর পাসে সাভিনিওর নেওয়া শট প্রথমে প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকিয়ে দেন। তবে ফিরতি বলে ঠিকই বল জালে পাঠিয়ে দেন ফোডেন।

আরো পড়ুন:

ম্যাচের ৪২ মিনিটে আবারও আলো ছড়ান ফোডেন। তার নেওয়া কর্নার থেকে ডিফেন্স বিভ্রান্ত হওয়ার সুযোগে কাছ থেকে বল জালে ঠেলে দেন ডোকু। প্রথমার্ধেই ২-০ গোলের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পেপ গার্দিওলার দল।

ম্যাচের প্রায় শেষ সময় ৮৮ মিনিটে ঘটে বিপত্তি। উইদাদের ফরোয়ার্ড স্যামুয়েল ওবেংকে মুখে আঘাত করার অভিযোগে রিকো লুইস সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে পরবর্তী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে লুইসকে পাবে না সিটি।

এই নিষেধাজ্ঞা সিটির রক্ষণভাগে সামান্য চাপ তৈরি করতে পারে। যদিও স্কোয়াডের গভীরতা বিষয়টি সামলাতে পারার আত্মবিশ্বাস দেয়।

এই জয়ে গ্রুপ ‘জি’ থেকে প্রথম ম্যাচেই তিন পয়েন্ট কুড়িয়ে নিয়েছে সিটি। তাদের পরবর্তী ম্যাচ (সোমবার) ২৩ জুন সকাল ৭টায়। যেখানে প্রতিপক্ষ আল আইন। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ম্যানসিটি মাঠে নামবে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়