সাদা বলের প্রস্তুতি চট্টগ্রামে

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সাদা বলের দুই ফরম্যাটের সিরিজের জন্য বাংলাদেশ দলের ক্রিকেটাররা প্রস্তুতি নেবেন চট্টগ্রামে। তানজিদ হাসান, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকারদের একটি ক্যাস্প হবে বন্দরনগরীতে।
এরই মধ্যে তাদের ক্যাম্প শুরু হয়েছে মিরপুরে। সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে এবার ক্যাম্প হবে চট্টগ্রামে। সেখানেই হবে মূল প্রস্তুতি। অনুশীলনের পাশাপাশি নিজেদের মধ্যে ভাগ হয়ে ফ্লাডলাইটের আলোয় দুটি প্রস্তুতি ম্যাচও খেলবেন তারা। ২৩ ও ২৫ জুন দুটি প্রস্তুতি ম্যাচ হবে। ক্যাম্পে এখন ২০-২২ জন ক্রিকেটার রয়েছে। ঘরোয়া ক্রিকেটে ভালো করা মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহানদেরও নেওয়া হয়েছে। এই ক্যাম্পের জন্য অমিত হাসানকেও নেয়া হবে।
শ্রীলঙ্কায় ওয়ানডে তিনটি হবে আগামী ২, ৫ ও ৮ জুলাই। প্রতিটি ম্যাচ দিবারাত্রির। বাংলাদেশ ক্রিকেট দল লম্বা সময় ধরে কৃত্রিম আলোয় কোনো ম্যাচ খেলেনি। সেরা প্রস্তুতি নিশ্চিত করতে চট্টগ্রামে আগামীকাল যাবেন ক্রিকেটাররা। দলের প্রধান কোচ ফিল সিমন্স শ্রীলঙ্কা যাওয়ার আগেই বিসিবিকে নিজের পরিকল্পনা জানিয়ে গেছেন। সেই মোতাবেক চলছে কাজ।
বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছে গত ফেব্রুয়ারিতে, চ্যাম্পিয়নস ট্রফিতে। প্রায় পাঁচ মাস পর এই সংস্করণে মাঠে নামবেন ক্রিকেটাররা। মেহেদী হাসান মিরাজকে পাকাপাকি এক বছরের জন্য ওয়ানডের অধিনায়ক করা হয়েছে। তার অধিনায়কত্বের শুরুটা হচ্ছে এই সিরিজ দিয়ে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল