ঢাকা     বুধবার   ১২ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘পিআর পদ্ধতিতে সব ভোটের মূল্যায়ন হবে’

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ৭ অক্টোবর ২০২৫  
‘পিআর পদ্ধতিতে সব ভোটের মূল্যায়ন হবে’

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘‘বর্তমান পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিস্টের আর্বিভাব হবে এবং কালো টাকার দৌরাত্ম্য বাড়বে।’’ 

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে হবিগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন। 

আরো পড়ুন:

রেজাউল করিম বলেন, ‘‘প্রতিটি ভোটার তাদের ভোটের মূল্যায়ন চান, পিআর পদ্ধতিতে দেশের মানুষের ভোটের মূল্যায়ন হবে। এভাবে প্রতিটি দলের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ পাবে। আর যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয়, তাহলে দেশের অবস্থার উপর বিবেচনা করে ব্যবস্থা নেব।’’ 

সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান বলেন, ‘‘আমরা সবাই পিআর বুঝি, শুধু বিএনপি বোঝে না; তাই বিএনপিকে পিআর বোঝান। যারা পিআর বোঝে না, তারা আগের তত্ত্বাবধায়কও বোঝে নাই। তারা নিজের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায়।’’ 

পরে হবিগঞ্জের ৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চারজন প্রার্থীর নাম ঘোষণা করেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এ সময় তিনি হবিগঞ্জ-১ আসনে মুফতি তাজুল ইসলাম, হবিগঞ্জ-২ আসনে মাওলানা শেখ হাদিসুর রহমান রুহানী, হবিগঞ্জ-৩ আসনে  মুহিব উদ্দিন আহমেদ সোহেল এবং হবিগঞ্জ-৪ আসনে আলহাজ্ব কামাল উদ্দিন আহমদকে প্রার্থী ঘোষণা করেন।

ঢাকা/মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়