ঢাকা     বুধবার   ১২ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ৮ অক্টোবর ২০২৫   আপডেট: ১১:০৮, ৮ অক্টোবর ২০২৫
নড়াইলে পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

তাসলিমা খানম এবং তার ভাই কাওসার শেখ

নড়াইলের নড়াগাতী থানার শিবানন্দপুর গ্রামের পুকুর থেকে তাসলিমা খানম (১৪) ও কাওসার শেখ (৮) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শিবানন্দপুর গ্রামের দাউদ মীরের বাড়ির পেছনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী। তারা একই গ্রামের কৃষক আজিবার শেখের সন্তান।

আরো পড়ুন:

মারা যাওয়া তাসলিমা বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণি ও তার ভাই কাওসার শিবানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় একজন বাসিন্দা তাসলিমা ও তার ভাই কাওসারকে দাউদ মীরের বাড়ির পেছনের পুকুরের দিকে যেতে দেখেন। দীর্ঘ সময় তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে শুরু করেন। পুকর পাড়ে তাসলিমার ওড়না দেখে পুকুরেই খোঁজ করেন তারা। একপর্যায়ে তাদের মরদেহ উদ্ধার হয়।

নিহতদের বাবা আজিবার শেখ জানান, তার ছেলে-মেয়ে কেউ সাঁতার জানতো না। পুকুরে গোসলে নেমে তারা ডুবে মারা গেছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর জানান, রাতেই সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রজু হয়েছে।

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়