ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওসি প্রদীপকে প্রত্যাহার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৫, ৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ওসি প্রদীপকে প্রত্যাহার

ওসি প্রদীপ কুমার দাশ

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে মেজর সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশকে প্রত্যাহার করা হয়েছে। তার যায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন এবিএম দোহা।

বুধবার (৫ আগস্ট) বিকেলে এ সিদ্ধান্ত হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মিডিয়া সোহেল রানা এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

বুধবার রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মিডিয়া সোহেল রানা রাইজিংবিডিকে বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’ 

এর আগে নিহতের বোন শারমিন শাহরিয়া ফেরদৌস ওসি প্রদীপ কুমারসহ নয় জনকে আসামি করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করেন। এছাড়া ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য এর আগে ওই চেকপোস্টে সেদিন দায়িত্বে থাকা ১৬ পুলিশকে প্রত্যাহার করে নেওয়া হয়। 

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান (৩৬) নিহত হন।

ঢাকা/মাকসুদ/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়