Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মে ২০২১ ||  বৈশাখ ২৩ ১৪২৮ ||  ২৩ রমজান ১৪৪২

নাভার রূপের জাদু

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০১, ২১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাভার রূপের জাদু

বিনোদন ডেস্ক : ভারতীয় মডেল-অভিনেত্রী নাভা নাতেশ। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। তবে অভিনয়ের হাতেখড়ি থিয়েটার থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গোরা’ উপন্যাসটি কন্নড় ভাষায় নাট্যরূপ দেয়া হয়। এতে ললিতা চরিত্রে অভিনয় করেন নাভা। 

কন্নড় ভাষার একটি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নাভার। তখন তার বয়স মাত্র ১৯ বছর। সিনেমাটি একাধিক প্রেক্ষাগৃহে ১০০ দিনের বেশি সময় প্রদর্শিত হয়। ব্যবসায়ীকভাবে সফল হওয়ার পাশাপাশি দর্শক সমালোচকদেরও প্রশংসা কুড়ান, রূপের জাদুতেও মুগ্ধ করেন দর্শকদের। শুধু তাই নয়, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিষেক অভিনেত্রী হিসেবেও মনোনয়ন পেয়েছিলেন এই অভিনেত্রী।

অভিষেক চলচ্চিত্র সফল হওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি নাভাকে। স্বল্প সময়ের অভিনয় ক্যারিয়ারে তার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।
 


ভারতের কর্নাটকের শ্রীঙ্গেরীতে জন্মগ্রহণ করেন নাভা নাতেশ। বেড়েও উঠেছেন এই শহরে
 

ইনফরমেশন সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন তিনি
 

সুন্দরী প্রতিযোগিতা ‘ফেমিনা মিস ইন্ডিয়া বেঙ্গালুরু ২০১৩’-এর সেরা দশে ছিলেন নাভা
 

২০১৫ সালে কন্নড় ভাষার ‘বজ্রকায়া’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি
 

২০১৮ সালে ‘নানু ডোচুকুনড়ুবা’ সিনেমার মাধ্যমে তেলেগু ভাষার সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী


 

রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৯/শান্ত/মারুফ  

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়