ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

অস্ট্রেলিয়ায় দাবানলের ভয়াবহতার ছবিতে কাঁদছে বিশ্ব

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়ায় দাবানলের ভয়াবহতার ছবিতে কাঁদছে বিশ্ব

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই দেশটির ৬টি রাজ্যের মধ্যে ৪টিই দাবানলের কবলে পড়েছে। দুই মাসের বেশি সময় ধরে চলা ভয়াবহ এই দাবানলে নিহত হয়েছেন প্রায় ৩০ জন মানুষ, পুড়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি, কয়েক লাখ হেক্টর জমি ও বনাঞ্চল। সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও দাবানল নিয়ন্ত্রণে আনতে পারছে না দেশটির সরকার। দিন দিন নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে দাবানল।

সবচেয়ে বিপদে আছে বন্যপ্রাণীরা। চারদিক থেকে এমনভাবে আগুন তাদের এমনভাবে ঘিরে ধরছে যে, পালানোর সুযোগটাও পাচ্ছে না। ভয়াবহ এই দাবানলে ইতিমধ্যে ৫০ কোটি বন্যপ্রাণী মারা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দগ্ধ-অর্ধদগ্ধ প্রাণীগুলোর ছবি-ভিডিওগুলো যেই দেখছে, তার চোখ বেয়ে নেমে আসছে জলের ধারা।

মানুষ দেখলে ক্যাঙ্গারু বা কোয়ালার মতো যেসব প্রাণী সাধারণত পালায়, আগুন থেকে জীবন বাঁচাতে সেসব প্রাণী ছুটে আসছে লোকালয়ে। 

 

পানির জন্য ছুটে এসেছে এক কোয়ালা।

 

এমন ছবি দেখে চোখের পানি ঝরেছে অনেকেরই।

 

আগুনের তীব্র উত্তাপ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা এক প্রাণীর।

 

পরিস্থিতি খুবই ভয়াবহ এবং অবস্থা আরও খারাপ হতে যাচ্ছে। অসংখ্য স্থানে জ্বলছে আগুন।

 

পোড়া শরীর নিয়ে লোকালয়ে বাচাঁর প্রত্যাশায় এক ক্যাঙ্গারু।

 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার দাবানলে প্রাণ হারানো অসংখ্য প্রাণীর ঝলসানো ছবি।কোটি  কোটি স্তন্যপায়ী, পাখি ও সরীসৃপের মৃত্যু হয়েছে দাবানলে। 

 

আগুনে পুড়ে শেষ হচেছ পুরো বনাঞ্চল।

 

দাবানলের তীব্রতা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা অ্যাটম বোমা বিস্ফোরণ পর্যায়ের।



ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়