ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভাসানী বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব

শুভ দে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ২৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভাসানী বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব

পিঠা উৎসবে আয়োজক বিভাগ

শীত এলেই বাঙালির মনে আসে পিঠার কথা। আসলেই তো পিঠা ছাড়া আমাদের শীত পরিপূর্ণতা পায় না। পিঠা খাওয়ার রীতি আমাদের চিরায়িত সংস্কৃতির অংশ। তাই শীতে সবাই ভিড় করে পিঠার দোকানগুলোতে।

এসব বিবেচনায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা মঙ্গলবার এক পিঠা উৎসবের আয়োজন করে। এতে বিভাগের শিক্ষার্থীরা ৮টি স্টলের আয়োজন করেছিল। প্রতিটি স্টলেই ছিল ১৫-২০ রকমের পিঠা।

লোভনীয় মাংস পিঠা
 

চিড়ার মোয়া
 

সংসার পিঠা
 

নকশী পিঠা
 

হৃদয় হরণ পিঠা
 

সুন্দরী খাজানা পিঠা
 

রঙ ভিলা
 

উট পিঠা
 

খেজুর গুড়ের পায়েস
 

গোলাপ পিঠা
 

লবঙ্গ লতিকা
 

মোহিনী লাড্ডু
 

দুধ চিতই
 

পাটিসাপটা পিঠা
 

উৎসবে অতিথিরা



মাভাবিপ্রবি/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়