RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ৩০ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৬ ১৪২৭ ||  ১৩ রবিউস সানি ১৪৪২

হতেও পারে এই দেখা শেষ দেখা

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ৩১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হতেও পারে এই দেখা শেষ দেখা

ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে চীন। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় জনজীবনে নেমে এসেছে বিপর্যয়।

চীনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২১৩ জনের মৃত্যু হয়েছে। ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্র চীনের হুবেই প্রদেশেই মারা গেছে ২০৪ জন। এছাড়া সারা দেশে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৯২ জন। চীনের বাইরে আরো ১৮টি দেশে প্রায় একশ লোক এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। তবে এসব দেশে কেউ এখনো মারা যাননি।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য চীনের উহান প্রদেশে হাসপাতাল নির্মাণ করা হয়েছে। জরুরি সেবা দিতে দেশটির বিভিন্নপ্রান্ত থেকে চিকিৎসক, মেডিকেলকর্মী ও সেচ্ছ্বাসেবক দল সেখানে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছে পরিবারের কাছ থেকে তাদের বিদায় মুহূর্তের ছবি। মারাত্মক এই ভাইরাসের সঙ্গে মোকাবেলা করে তারা ফিরবেন কিনা নিশ্চয়তা নেই। হতেও পারে পরিবারের সঙ্গে তাদের এটিই শেষ দেখা। আবেগঘন সেই বিদায় মুহূর্তের কয়েকটি ছবি নিয়ে এই ফটো ফিচার। 
 

পরিবারের কাছ থেকে অশ্রুসিক্ত বিদায় নিচ্ছেন জিয়ান নামে এক মেডিকেলকর্মী

 

সহকর্মীদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। জানেন না পুনরায় কখনও দেখা হবে কিনা!

 

সহকর্মীদের কাছ থেকে বিদায় নিয়ে কাঁদছেন চ্যাংচুন প্রদেশের এক নার্স

 

পরিবারের কাছ থেকে বিদায় নিচ্ছেন সেনইয়াংয়ের নার্স হে ইয়ে। তাকে যেতেই হবে দায়িত্ব পালনে

 

সেনইয়াংয়ে ছেলের কাছ থেকে বিদায় নিচ্ছেন চিকিৎসক ওয়াং লিজু। বলছেন, বাবা তুমি ভালো থেকো

 

সেলফি তুলছেন মেডিকেল টিমের সদস্যরা। কান্না নয়, তাদের মুষ্টিবদ্ধ হাত জানান দিচ্ছে আত্মবিশ্বাস

 

প্রেমিককে বিদায় জানাচ্ছেন মেডিকেলকর্মী ঝাও জিউই। শত চেষ্টাতেও অশ্রু লুকাতে পারলেন না

 

ঢাকা/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়