ফাঁকা রাজপথ

ফার্মগেট এলাকায় একটি সবজিবাহী পিকআপে চলছে পুলিশের তল্লাশি (ছবি : শাহেদ হোসেন)
ছুটির দিনের সকালেও রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহনের কমতি থাকে না। কেউ হয়তো সন্তানদের নিয়ে ছুটেন কোচিং সেন্টারে, কেউবা আবার দূরের বিনোদন কেন্দ্রগুলোতে। তবে শনিবার দুই সিটির নির্বাচন উপলক্ষে রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। সড়কগুলোতে পুলিশেরও রয়েছে কঠোর নজরদারি- ‘সাবধান রাজপথ প্রজাপথ গিরিপথ/সাবধান সাবধান!’

দূরে যাওয়ার একমাত্র উপায় যখন রিকশা

রাজধানীর ধানমন্ডি এলাকায় পুলিশের টহল

ফাঁকা মানিক মিয়া অ্যাভিনিউতে পুলিশের অবস্থান

রাজধানীর শ্যামলী এলাকা

রাস্তায় গাড়ি নেই তাই পেট্রোল পাম্পে গাড়ি আসবে কোত্থেকে?

গাবতলীর বাস কাউন্টারও ফাঁকা
ঢাকা/শাহেদ
রাইজিংবিডি.কম