ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফ্রেমে বন্দি গ্রামীণ জীবন

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ফ্রেমে বন্দি গ্রামীণ জীবন

একসময় ঘোড়ার গাড়িই ছিল যাতায়াতের অন্যতম বাহন

বাংলার প্রকৃতি এতটাই নন্দনকানন যে, তা দেখেই মনে হবে এ যেন কোনো চিত্রশিল্পীর তুলির আঁচড়ে আঁকা ছবি। তাইতো বাংলার পথে-প্রান্তরের ছবি দেখে মনে পড়ে যায় বন্দে আলী মিয়ার কবিতার সেই চরণগুলো-

‘আমাদের ছোট গ্রাম মায়ের সমান,

আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইয়াছে প্রাণ।

মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি,

চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি।’

গ্রামগঞ্জ ঘুরে এমনই বিচিত্র কিছু ছবি তুলেছেন ছবিয়াল জসীম উদ্দীন (রিয়াজ)। আর ক্যাপশনসহ ছবিগুলো পাঠিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেএম হিমেল আহমেদ।

বেঁচে থাকার নিত্য সংগ্রামে লিপ্ত জেলে সেলিম

 

বেঁচে থাকার লড়াইয়ে ঘাসই যখন একমাত্র হাতিয়ার

 

ইঞ্জিলচালিত নৌকা যোগে তিস্তা পারের জেলেরা মাছ শিকার করছে

 

গ্রামীণ মেলায় তৈরি হচ্ছে জনপ্রিয় মুখরোচক খাবার জিলাপি

 

পশুর খাবার যোগানে ব্যস্ত তারা  

 

গ্রামবাংলায় মেলার প্রধান উপকরণ নাগরদোলা

 

যাদের হাতে দুরন্ত শৈশব

 

ছবির খোঁজে ছবিয়াল জসীম উদ্দীন রিয়াজ

 

 

বেরোবি/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়