ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চল ফিরে যাই শৈশবে

হিমেল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চল ফিরে যাই শৈশবে

চল শৈশবে ফিরে যাই

শৈশবের সোনার খাঁচায় খসে যাওয়া দিনগুলো আজও মনে পড়ে। শৈশবের প্রতিটি মুহূর্ত সুন্দরী লাস্যময়ী রমণীর মন জয় করা গালের হাসির মতো, যা ফুরিয়ে গেলেও থেকে যায় মনের এক কোণে।

সোনালি শৈশব ফেলে এসেছি বহুকাল, তবুও যেন মনে হয় এইতো সেদিনের সকাল। রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার শান্ত নিবিড় গ্রামগঞ্জ ঘুরে এমনই কিছু গল্প সমৃদ্ধ শৈশবের ছবি তুলেছেন আলোকচিত্রী শফিউল ইসলাম সৈকত। আর ক্যাপশনসহ ছবিগুলো পাঠিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেএম হিমেল আহমেদ।

 


দুরন্ত শৈশব
 


আর নদীতে যাবি? না বাবা ছেড়ে দাও
 


ঘুড়ি ওড়ানো শৈশব
 


বাবা দেখার আগে বাড়ি ফিরতে হবে
 


সারাদিন বাঁদরামি শেষে সন্ধ্যায় ঘরে ফেরা
 


দেখবো কে আগে যেতে পারে!
 


চল পালিয়ে মাছ ধরি
 


ফুলের মতো মিষ্টি হাসি
 


নিষ্পাপ জীবনের হাতছানি
 


জীবনের প্রথম খেলার সাথী বাবা-মায়ের সঙ্গে তারা
 


হিংস্র জন্তুকেও হার মানায় যে শৈশব

 

বেরোবি/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়