ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

অন্ধকারে আলোর মশাল

ইমানুল সোহান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৭, ১৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অন্ধকারে আলোর মশাল

অন্ধকারে আলোর মশাল

রৌদ্রময় দিন শেষে পশ্চিমাকাশে দেখা মেলে লালচে আভার। যত প্রহর ঘনিয়ে আসে, ততই প্রকৃতি হয় অন্ধকার। সেই অন্ধকারে আলোর মশাল হিসেবে দেখা দেয় সূর্যাস্ত। সূর্যের সৌন্দর্য যত বদলায়, মানুষের মনের রঙও তত বদলায়। বিষণ্ণ মনকে প্রফুল্ল করে পশ্চিমাকাশে ঢলে পড়া সূর্য।

করোনার এই সময়ে মানুষ গৃহবন্দি। সেই সুবাদে প্রকৃতি ফিরেছে নিজের রূপে। এই সময়ে   সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখুন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমানুল সোহানের তোলা ছবিতে। খাগড়াছড়ি ও দিনাজপুর জেলা থেকে ছবিগুলো তোলা হয়েছে।


পাহাড়ের শেষ দিগন্ত সূর্য
 


নদী ও বাঁশবাগানের উপর ঢলে পড়েছে সূর্য
 


কাশফুলে প্রাণময় সূর্যাস্ত
 


প্রত্যাশা
 


আলো-আঁধারের খেলা



ইবি/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়