ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রাশমিকার সাফল্যের মন্ত্র

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫১, ৮ জুলাই ২০২০   আপডেট: ০২:৩৬, ২৮ আগস্ট ২০২০
রাশমিকার সাফল্যের মন্ত্র

রাশমিকা মান্দানা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ‘চালো’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় তার অভিষেক হয়।

অল্প সময়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘বীষ্মা’ প্রভৃতি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রে দুটি বিষয় প্রাধান্য দিয়ে থাকেন রাশমিকা। যখন কোনো সিনেমার গল্প শোনেন এতে আবেগ ও বিনোদন কতটুকু তা ভালোবাবে পরখ করে নেন। পাশাপাশি গল্প ও তার চরিত্র কেমন হবে তা গুরুত্ব দেন তিনি। তার সাফল্যের মূল মন্ত্র এটিই বলে মনে করেন রাশমিকা।

পরপর কয়েকটি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তার পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। এতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা। এই অভিনেত্রীকে নিয়েই আজকের ফটো ফিচার।

কর্ণাটকের কড়াগু জেলায় জন্ম গ্রহণ করেন রাশমিকা, সেখানেই বেড়ে উঠেছেন

 

রামিয়াহ কলেজ অব আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স থেকে মনোবিজ্ঞান, সাংবাদিকতা ও ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি গ্রহণ করেছেন এই অভিনেত্রী

 

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি

 

২০১২ সালে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস ফেস অব ইন্ডিয়া খেতাব জেতেন রাশমিকা

 

প্রথম সিনেমাতেই সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড জেতেন এই অভিনেত্রী

 

 

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়