ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জুড়ীর আকাশে বাহারি রংধনু

সাইফুল্লাহ হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৩, ১৮ জুলাই ২০২০   আপডেট: ০৬:০৭, ৩০ আগস্ট ২০২০
জুড়ীর আকাশে বাহারি রংধনু

রংধনু একটি আবেগের নাম, একটি ভালোবাসার নাম। প্রতিটি শিশুই ছবি আঁকতে শেখার প্রাথমিক অবস্থায় রংধনু আঁকতে ভালোবাসে।

রংধনুর সৌন্দর্যে ছেলে-বুড়ো সবাই মোহিত হয়। মোহনীয় এই রংধনুর নয়নাভিরাম কিছু ছবি তুলেছেন রাইজিংবিডির মৌলভীবাজার প্রতিনিধি। জুড়ী উপজেলার হাওরাঞ্চল থেকে ছবিগুলো তোলা হয়েছে।

মেঘাচ্ছন্ন আকাশে রংধনুর সাত রং।

 

আকাশ থেকে কচি সবুজ ধানক্ষেতে কেউ যেনো সাতটি রং ঢেলে দিচ্ছে।

 

মেঘলা আকাশের বুক চিরে নীলাকাশ ছুঁয়েছে রংধনু।

 

খালের পানিতে ফুটে রয়েছে রংধনুর প্রতিবিম্ব। যেনো আকাশ ও পানিতে রংধনুর মিতালি।

 

বিস্তীর্ণ ফসলের মাঠ পেরিয়ে গাছের শ‌্যামল সারির পিছনে মুখ লুকিয়েছে রংধনু।

 

 

মৌলভীবাজার/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়