RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২১ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৬ ১৪২৭ ||  ০৪ রবিউল আউয়াল ১৪৪২

বেবি বাম্পে উচ্ছ্বসিত আনুশকা

ফটো ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ২২ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৩:৩৫, ২২ সেপ্টেম্বর ২০২০
বেবি বাম্পে উচ্ছ্বসিত আনুশকা

ভারতীয় শোবিজ অঙ্গনের অন্যতম জনপ্রিয় জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। দীর্ঘদিন লুকিয়ে প্রেম করার পর ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা। 

বিয়ের পর অনেকবারই আনুশকার মা হওয়ার গুঞ্জন শোনা গেছে। তবে তা গুঞ্জন পর্যন্তনই সীমাবদ্ধ থাকে। অবশেষে গত ২৭ আগস্ট মা হওয়ার খবর জানিয়েছেন বিরাট-আনুশকা দম্পতি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য বর্তমানে দুবাইয়ে আছেন বিরাট। আনুশকাও তার সঙ্গে সেখানেই আছেন।

এদিকে অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বেবি বাম্পের ছবি পোস্ট করছেন ‘রব নে বানাদি জোড়ি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী। পরবর্তী সময়ে ছবিগুলো ভাইরাল হচ্ছে। অন্তঃসত্ত্বা আনুশকা নিয়ে এই ফটো ফিচার।

ইতালির তুসকানি শহরে সাত পাকে বাঁধা পড়েন বিরাট আনুশকা 

বিরাট কোহলির সঙ্গে এই ছবি পোস্ট করে মা হওয়ার খবর জানান আনুশকা


দুবাইয়ের সাগর পাড়ে অনাগত সন্তানকে যেন অনুভব করছেন এই অভিনেত্রী

মনোকিনি ও বেবি বাম্প— বলার অপেক্ষা রাখে না সময়টা বেশ উপভোগ করছেন আনুশকা 

মা হওয়ার আগেও নিজেকে ফিট রাখতেন আনুশকা

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়