Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ০৭ মার্চ ২০২১ ||  ফাল্গুন ২২ ১৪২৭ ||  ২২ রজব ১৪৪২

আলোকচিত্রে আম্ফানের তাণ্ডব

জসীম উদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ৪ অক্টোবর ২০২০   আপডেট: ১৫:৩৩, ৪ অক্টোবর ২০২০
আলোকচিত্রে আম্ফানের তাণ্ডব

বেড়িবাঁধ মেরামতের কাজের ফাঁকেই নামাজ পড়ছেন কয়রার দোশালিয়ার মানুষ। স্থান: দোশালিয়া, কয়রা। ছবি: ইমামুল

সুপার সাইক্লোন আম্ফান ২০ মে, ২০২০ উপকূলে আঘাত হানে। রাতারাতি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটসহ উপকূলের লোকালয় পরিণত হয় জলাধারে। এখনো উপকূলের বহু পরিবার তাদের আপন নীড়ে ফিরতে পারেনি।

সারাদেশে আম্ফানের এই ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরতে এবং বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে চেঞ্জ মেকারস অ্যালিয়েন্স-সিএমএ আয়োজন করেছে ‘আম্ফানে ক্ষতিগ্রস্তদের জন্য ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী’। এ প্রতিযোগিতায় জমা হওয়া কিছু সেরা ছবি পাঠিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জসীম উদ্দীন।

উপকূলীয় শিশুদের পানিবন্দি জীবন। স্থান: উত্তর বেদকাশী, কয়রা। ছবি: এমএম সাইফুল ইসলাম

 

উপকূলে সুপার সাইক্লোন আম্ফান আঘাত হানার পর ২নং কয়রার দৃশ্য। স্থান: ২নং কয়রা, কয়রা, খুলনা। ছবি: হাবিবুর রহমান

 

আম্ফানে ভেসে গেছে বসতভিটা। মাথা গোজার ঠাঁই নেই তাদের। ছবি: এমএন সাকিব

 

ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি কর্মসূচির ২ জন সেচ্ছাসেবক। স্থান: সন্দীপ। ছবি: তানভীর মাহমুদ

 

প্লাবিত বাড়ি। স্থান: ২নং কয়রা, খুলনা। ছবি: এম বি নাঈম

 

আম্ফানের ধ্বংসযজ্ঞে নিঃস্ব এক উপকূলীয় যোদ্ধা মা তার শিশু সন্তান এবং গবাদি পশুকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার এক অদম্য লড়াই। স্থান: কাটমারচর, উত্তর বেদকাশী, কয়রা। ছবি: ইমরান হোসাইন

 

ঘর ছেড়ে চলে যাওয়া নির্মম দৃশ্য। স্থান: কয়রা। ছবি: নিতিশ সানা

 

ভিটাবাড়ি হারানোর দুঃখ নিয়ে বসে আছেন ভাঙা বেড়িবাঁধের উপর। স্থান: কয়রা, খুলনা। ছবি: অনিমেষ সানা

 

উপকূলে বসবাসের চিত্র। স্থান: কাটমারচর, উত্তর বেদকাশী, কয়রা। ছবি: এমএম সাইফুল ইসলাম

 

প্রতিকূল পরিবেশের সঙ্গে যুদ্ধ করেই টিকে থাকতে হয় তাদের। ছবি: অনিমেষ সানা

 

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের দৃশ্য। স্থান: ২নং কয়রা, খুলনা। ছবি: হাবিবুর রহমান

 

আম্ফানে বাঁধ ভেঙে লোনা পানি প্রবেশ করায় মিঠা পানির মাছ পচে ভেসে আছে। স্থান: কয়রা, ছবি: নিতিশ সানা

 

আম্ফান পরবর্তী নোয়াখালীর গুচ্ছগ্রামের চিত্র। ছবি: রোমানুল হক

 

নোনা পানিতে ডুবে আছে লোকালয়, তাই প্রতীক্ষা বিশুদ্ধ পানির জন্য। স্থান: সাতক্ষীরা। ছবি: এসকে ফারুক হোসাইন

 

ঘরে নেই খাবার পানি, এদিকে টিউবওয়েল লোনা পানিতে ডুবে আছে। স্থান: কাটমারচর, উত্তর বেদকাশী, কয়রা। ছবি: ইমরান হোসাইন

খুলনা/মাহি

সর্বশেষ

পাঠকপ্রিয়