ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হেমন্তের শিশিরস্নাত সকাল

শাহীন আনোয়ার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ১৮ অক্টোবর ২০২০   আপডেট: ১৬:০৩, ১৯ অক্টোবর ২০২০
হেমন্তের শিশিরস্নাত সকাল

ধানের গায়ে হেমন্তের শিশির

ঘাসের ডঙায় শিশির বিন্দু। সকালে চারদিকে হালকা কুয়াশা। এই শিশির, কুয়াশা যেন জানান দিচ্ছে হেমন্ত এসে গেছে।
হেমন্তাকালের সকালের বর্ণনা দিতে গিয়ে কবি সুফিয়া কামাল তার ‘হেমন্ত’ কবিতায় বলেছেন,
‘সকাল বেলায় শিশির ভেজা
ঘাসের ওপর চলতে গিয়ে
হাল্কা মধুর শীতের ছোঁয়ায়
শরীর ওঠে শিরশিরিয়ে।’
হেমন্তের শিশিরস্নাত প্রহরের কিছু ছবি নিয়ে এবারের ফটো স্টোরি।


পাকা ধানের ওপর সোনালি রোদ্দুর
 


দীগন্তজোড়া ধান ক্ষেত। চারদিকে ভোরের কুয়াশা
 



সাতসকালে নেই কোনো গাড়ির আনাগোনা। হেটে যাচ্ছেন পথিক
 


মাছ ধরছেন জেলে
 


 শিশিরে ভেজানো কচুপাতা
 

নদীতে ঘের দিয়ে চাষ হচ্ছে মাছ

মাগুরা/ইভা

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়