ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ছবিতে আমন ধান ও কৃষকের ব‌্যস্ততা 

সাইফুল্লাহ হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৩:১৭, ৬ ডিসেম্বর ২০২০
ছবিতে আমন ধান ও কৃষকের ব‌্যস্ততা 

মৌলভীবাজারে এবার লক্ষ‌্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান আবাদ হয়েছে

চলছে আমন ধান কাটার মৌসুম। ব‌্যস্ত কৃষক। মৌলভীবাজারে এবার আমন ধানের ফলনও ভালো হয়েছে। সোনালী ধান ঝেড়ে-ঝুড়ে ঘরে তুলছেন কৃষাণী।

জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এবার জেলায় আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২০০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে এক লাখ ১ হাজার ৪৮০ হেক্টর জমিতে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৮০২ টন। মৌলভীবাজারের বিভিন্ন এলাকা ঘুরে ছবিগুলো তুলেছেন রাইজিংবিডির মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল্লাহ হাসান।

কিছু জমির ধান এখনও কাঁচা আছে 

ধান পেকে গেছে। শীষগুলো এখনও কাঁচা। সমস‌্যা নেই। কিছু দিনের মধ‌্যেই পেকে যাবে। তারপর যাবে কৃষকের ঘরে

এটা কিন্তু সাধারণ ধান নয়। এই ধানের চাল দিয়ে বানানো হয় পোলাও, বিরিয়ানি। নিজ বৈশিষ্ট‌্যের কারণে এই ধানের দাম ও কদর বেশি

ধান কেটে এক জায়গায় জমা করছেন কৃষক। এরপর নেওয়া হবে বাড়িতে

ধানের আটি বাঁকে তুলছেন কৃষক

ধান কাটা, বাঁধা শেষ। এবার নেওয়ার পালা। ধানের বোঝা কাঁধে নিয়ে বাড়ি ফিরছেন কৃষক

এই আকাবাঁকা পথ দিয়ে ধান নিয়ে ঘরে ফেরেন কৃষক

দিন শেষ। সূর্য অস্ত যায়

মৌলভীবাজার/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়