Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৮ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১৩ ১৪২৮ ||  ১৯ সফর ১৪৪৩

ছবিতে শীতের সবজি 

জাহিদুল হক চন্দন  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ৭ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৫:১৯, ৭ ডিসেম্বর ২০২০
ছবিতে শীতের সবজি 

শিমের ফুলে পড়েছে কুয়াশা। এতে যেন তার সৌন্দর্য‌্য আরও বেড়ে গেছে

শীত শুরু। চারদিকে কুয়াশা। ভোরে শিশির সিক্ত দূর্বা ঘাস ও পথঘাট। কুয়াশায় ভেজা পথঘাট মাড়িয়ে এখন কৃষক যাচ্ছেন ক্ষেত-খামারে। চাষ করছেন শীতের সবজি। মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার জান্না গ্রাম থেকে তোলা এমন কিছু ছবি নিয়ে সাজানো হয়েছে এবারের ফটো ফিচার।

মানিকগঞ্জে এবার শিমের ফলন ভালো হয়েছে। জমি থেকে শিম তুলছেন কৃষক

লাউয়ের ডগায় ফুটেছে ফুল। তাতে পড়েছে শিশির। যা সবাইকে মুগ্ধ করবে

যেন লাউয়ের ডগায় উঁকি দিচ্ছে সূর্য

সকালেই জমি নিড়ানীতে ব‌্যস্ত কৃষক 

টমেটো ক্ষেত। ক্ষতিকর পশুপাখিকে ভয় দেখাতে বানানো হয়েছে কাক তাড়ুয়া

বাঁধাকপির ক্ষেত। শীতের শুরুতে বাঁধাকপির দামও ভালো ছিলো

বেগুন ক্ষেতে ফুল ধরেছে। এইতো আর কয়েকদিন। তারপরই ফলন আসবে

ধনিয়া ক্ষেত। ধনিয়ার পাতা দিয়ে নতুন আলুর ভর্তা, আহ..। অনেকে নানা তরকারিতে ধনিয়া পাতা খায়

জমি থেকে করলা তুলছেন এক কৃষক 

ক্ষেত থেকে সবজি তুলে নেওয়া হয় আড়তে। সেখান থেকে গাড়িতে করে ঢাকাসহ আশেপাশের এলাকায় নেওয়া হয় 

মানিকগঞ্জ/ইভা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ