ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাকরাইন: তারায় তারায় রটিয়ে দেওয়া আনন্দ

জাহ্‌রা জাহান পার্লিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ১৬ জানুয়ারি ২০২১   আপডেট: ০৬:৫৪, ১৭ জানুয়ারি ২০২১
সাকরাইন: তারায় তারায় রটিয়ে দেওয়া আনন্দ

আতশবাজিতে ছেয়ে গেছে পুরনো ঢাকার রাতের আকাশ

এই জনপদে ‘বারো মাসে তেরো পার্বণ’ শুধু কথার কথা নয়। পৌষের শেষ দিন ‘পৌষ-সংক্রান্তি’ বাঙালির চিরায়ত আনন্দযজ্ঞের উপলক্ষ্য। বিশেষ করে রাজধানীর পুরোনো ঢাকায় দিনটি বরাবরই ভিন্ন মাত্রায় উদযাপিত হয়।

পৌষ-সংক্রান্তির আরেক নাম ‘সাকরাইন’ উৎসব। সংক্রান্তি থেকেই ‘সাকরাইন’ শব্দটি এসেছে। আর এই উৎসব মানেই আলো, রঙ, বাদ্য, নৃত্য, সংগীতের এক অনন্য সমারোহ। এ দিন পুরোনো ঢাকার দিনের আকাশ ঢেকে যায় নানা রঙের ঘুড়িতে। রাতের আকাশের আবার ভিন্ন রূপ।

সাকরাইনের সেই রূপ-রস ক্যামেরার চোখে তুলে ধরেছেন জাহ্‌রা জাহান পার্লিয়া। নবীন এই আলোকচিত্রী অত্যন্ত কুশলতায় ফ্রেমবন্দী করেছেন সাকরাইনের আনন্দ-আয়োজন।

 

এ যেন সত্যিকার অর্থেই আগুন নিয়ে খেলা

 

তারায় তারায় ফুটছে আতশবাজি

 

সাকরাইনে এক রাতের জন্য হলেও পাল্টে যায় চিরচেনা এই শহর

 

আতশবাজি, রঙিন আলো, আগুন মিশে একাকার। এ এক অন্য আনন্দের গান

 

পুরোনো ঢাকার প্রতিটি বাড়ির ছাদেই আলোর নাচন। ছবিগুলো লক্ষ্মীবাজার থেকে তোলা  

ঢাকা/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়