Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মে ২০২১ ||  বৈশাখ ২৩ ১৪২৮ ||  ২৩ রমজান ১৪৪২

ছবিতে ওমর সানি-মৌসুমীর পুত্রবধূ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ৩০ মার্চ ২০২১   আপডেট: ১৪:০০, ২ এপ্রিল ২০২১
ছবিতে ওমর সানি-মৌসুমীর পুত্রবধূ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানি। চলচ্চিত্রে পর্দায় তাদের শ্বশুর ও শাশুড়ি চরিত্রে দেখা গেলেও এবার বাস্তবে এই তারকা দম্পতি শ্বশুর-শাশুড়ি হলেন। কয়েকদিন আগে এই দম্পতির একমাত্র পুত্র ফারদিনকে বিয়ে দিয়েছেন। তাদের পুত্রবধূর নাম সাদিয়া রহমান আয়েশা।

গত ২৬ মার্চ ফারদিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাদিয়া রহমান আয়েশা

আগামী ৯ এপ্রিল একটি পাঁচতারা হোটেলে নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের কথা থাকলেও তা হচ্ছে না। বরং ঈদুল ফিতরের পর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন ওমর সানি

কুমিল্লার মেয়ে সাদিয়া রহমান আয়েশা। মা–বাবার সঙ্গে কানাডায় থাকেন। সেখানেই বেড়ে ওঠা ও পড়াশোনা করেছেন তিনি

কয়েক মাসে আগে ফারদিনের সঙ্গে সাদিয়া রহমান আয়েশার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব, এরপর তা ভালো লাগায় রূপ নেয়

পরে নিজেদের ভালো লাগার কথা দুই পরিবারকে জানান ফারদিন-সাদিয়া। পরবর্তীতে পারিবারিকভাবে বিয়ের দিন-ক্ষণ চূড়ান্ত করা হয়

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়