ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ছবিতে দেখুন এ বছরের বিশ্ব সুন্দরীকে

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ১৮ মে ২০২১   আপডেট: ০২:৪৫, ২৮ মে ২০২১
ছবিতে দেখুন এ বছরের বিশ্ব সুন্দরীকে

বিশ্বের ৭৩ জন প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স খেতাব জিতেছেন ২৬ বছর বয়সী মেক্সিকান মডেল আন্দ্রে মেজা। রোববার (১৭ মে) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে বসেছিল মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত আসর। ৬৯তম এ আসরে বিজয়ী আন্দ্রে মেজাকে মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন গতবারের ‘মিস ইউনিভার্স’ দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনঝি।

বৈশ্বিক এ আসরে বিজয়ী হওয়ার পর উচ্ছ্বসিত আন্দ্রেয়া মেজা এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘মেক্সিকো, এটি (মুকুট) তোমার জন্য।’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ব্রাজিলের জুলিয়া গামা। দ্বিতীয় রানারআপ হয়েছেন পেরুর জেনিক মাসেতা ও তৃতীয় রানারআপ হয়েছেন ভারতের অ্যাডলিন কাস্টালিনো।

মেক্সিকো এ বছরের বিজয়ী মিলিয়ে মোট তিনবার মিস ইউনিভার্সের খেতাব জিতে নিল। এর আগে ১৯৯১ সালে লুপিটা জোনস এবং ২০১০ সালে জিমেনা নাভাররেতে মিস ইউনিভার্স হয়েছিলেন।

এবারের মিস ইউনিভার্স আন্দ্রে মেজাকে নিয়ে সাজানো হয়েছে আজকের ফটো ফিচার। ছবিগুলো ইনস্টাগ্রাম থেকে নেওয়া হয়েছে।

 

আন্দ্রের পুরো নাম আলমা আন্দ্রে মেজা কারমোনা। ২৬ বছরের এই তরুণীর জন্ম মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে। ৩ বোনের মধ্যে বড় আন্দ্রে

 

২০১৭ সালে অটোনোমাস ইউনিভার্সিটি অব চিহুয়াহুয়া থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। তারও ১ বছর আগে থেকে মডেলিং করতে শুরু করেছিলেন

 

আন্দ্রে মডেল, মেকআপ আর্টিস্ট ও উন্নয়নকর্মী। জন্ম শহর চিহুয়াহুয়ার ট্যুরিজম ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালনের পাশাপাশি নারী অধিকার নিয়েও কাজ করেন তিনি

 

মিস ইউনিভার্স মুকুট জয়ের প্রতিক্রিয়া হিসেবে আন্দ্রে বলেন, ‘এই বিজয় আমার জীবনে বাস্তবে ধরা দেওয়া স্বপ্নের মতো। আশা করছি, আগামীর পৃথিবীতে সমতার জন্য কাজ করে যাব।’

 

আন্দ্রেয়া ২০১৭ সালে আরেক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড-এর প্রথম রানারআপ নির্বাচিত হয়েছিলেন; সেবার বিজয়ী হয়েছিলেন ভারতের মডেল মানুসী ছিল্লার

ফিট থাকলে ক্রসফিট চর্চা করেন আন্দ্রে। পছন্দ করেন এক্সট্রিম লেভেলের স্পোর্টস, যেমন- র‌্যাপেল এবং স্যান্ডবোর্ডিং

 

ইনস্টাগ্রামে নিয়মিত ছবি পোস্ট করে থাকেন আন্দ্রে। ফলোয়ার সংখ্যা ১.৫ মিলিয়ন

ঢাকা/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়