Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ০৪ আগস্ট ২০২১ ||  শ্রাবণ ২০ ১৪২৮ ||  ২৩ জিলহজ ১৪৪২

বলিউডের নায়কেরা যখন বাবা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ২০ জুন ২০২১   আপডেট: ১৪:৪৬, ২০ জুন ২০২১
বলিউডের নায়কেরা যখন বাবা

বলিউডে প্রথম সারির অভিনেতাদের মধ্যে রয়েছেন— শাহরুখ খান, সাইফ আলী খান, হৃতিক রোশান, শহিদ কাপুর, অভিষেক বচ্চন প্রমুখ। সিনেমার পর্দায় নানা চরিত্রে হাজির হন। কিন্তু ব্যক্তিগত জীবনে এই নায়কেরা সবাই অনেক ভালো বাবা।

বছর জুড়েই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকেন তারা। কিন্তু অবসর পেলেই সন্তানদের সঙ্গে সময় কাটান এই তারকারা। রোববার (২০ জুন) বাবা দিবস। বিশেষ এই দিনে বলিউড তারকা ও তাদের সন্তানদের আনন্দঘন কিছু মুহূর্তের স্থিরচিত্র নিয়ে এই ফটো ফিচার।

সাইফ আলী খানের চার সন্তান— সারা আলী, ইব্রাহিম আলী, তৈমুর আলী ও সম্প্রতি পৃথিবীতে এসেছে তার চতুর্থ সন্তান, যার নাম এখনো ঠিক হয়নি। সন্তানদের সঙ্গে প্রায়ই অবসর সময় কাটান এই অভিনেতা

গৌরী খানের সঙ্গে দাম্পত্য জীবনে শাহরুখের তিন সন্তান। দুই ছেলে— আরিয়ান ও আব্রাম খান এবং মেয়ে সুহানা খান। সন্তানদের সঙ্গে বলিউড কিং খানের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

ব্যক্তিগত জীবনে দুই বার বিয়ের পিঁড়িতে বসেছেন মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। রিনা দত্তের সঙ্গে তার দুই সন্তান— জুনাইদ খান ও ইরা। অন্যদিকে, কিরণ রাওয়ের সঙ্গে দাম্পত্য জীবনে একমাত্র ছেলে আজাদ রাও খান। তবে সন্তানদের সঙ্গে আমিরের সুসম্পর্ক রয়েছে

অভিনেতা হৃতিক রোশান। সুজান খানের সঙ্গে এই অভিনেতার বিচ্ছেদের পর হৃতিকের সঙ্গে থাকেন তাদের দুই সন্তান হৃদান ও হৃহান। প্রায়ই তাদের আনন্দঘন বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এই অভিনেতা

অভিনেতা অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না দম্পতির দুই সন্তান— আরব ভাটিয়া কুমার ও নিতারা কুমার। সন্তানদের সঙ্গে বলিউডের ‘খিলাড়ি’খ্যাত এই অভিনেতার খুনসুটির ছবি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়

অভিনেতা শহিদ কাপুর। স্ত্রী মিরা কাপুর ও দুই সন্তান মিশা এবং জেইন কাপুরকে নিয়ে তার সংসার। অবসর পেলেই সন্তানদের সঙ্গে সময় কাটান শহিদ

সাবেক মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিনেতা অভিষেক বচ্চন দম্পতির একমাত্র মেয়ে আরাধ্য। বলিউডের তারকা বাবাদের মধ্যে অন্যতম অভিষেক। মেয়ের সঙ্গে বেশ আনন্দঘন সময় কাটান তিনি

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়