ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফুলের পাপড়িতে দুরন্ত শৈশব

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ১৩ জানুয়ারি ২০২২   আপডেট: ১৫:৪৭, ১৪ জানুয়ারি ২০২২
ফুলের পাপড়িতে দুরন্ত শৈশব

ছবি: সৈয়দ হোসনী মোবারক (সৈয়দ রাজীব)

সাদা পটের মতো একটি শিশুর মন। পরিণত বয়সে সেই সাদা পটে নিত্য বাস করে বাহারি সুখ-দুঃখ। ব্যস্ত পৃথিবীতে জীবন ও জীবিকার তাগিদে নিরন্তর ছুটে চলা। শত ব্যস্ততার মাঝে খানিকটা অবসর পেলে মনের গহীনে উঁকি দেয় শৈশবের মধুর সেই স্মৃতি। যাতে মিশে আছে দুরন্তপনা!

ঋতু বদলের পালায় কেটে যাচ্ছে পৌষ মাস। ইট-পাথরের শহরে প্রকৃতিতে শীতের লীলা অতটা মনোমুগ্ধকর না হলেও গ্রামের মাঠে-প্রান্তরে এখনো অমলিন। দিগন্তজোড়া মাঠে দুলছে হলুদ সোনা; তাতে জমে আছে কোমল শিশির। আর সেই শিশির ভেজা ফুলের গা ছুঁয়ে ছুটে যায় শিশু-কিশোর-কিশোরী। এমন কিছু মহূর্ত বন্দি করেছেন চিত্রগ্রাহক সৈয়দ হোসনী মোবারক (সৈয়দ রাজীব)।

ফুলের সৌন্দর্যে মুগ্ধ শিশু মন

 

সরিষা ফুলের পাপড়িতে জমে আছে স্নিগ্ধ শিশির

 

যে ফুল মন কেড়েছে কিশোরীর

 

সৌন্দর্যের লীলাভূমি

 


ফুলে ফুলে স্বপ্ন উড়ে

 

এক খণ্ড বাংলাদেশ 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়