ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফ্রেমে ফ্রেমে ঋতুরাজ বসন্ত

আসাদুজ্জামান রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০২২  
ফ্রেমে ফ্রেমে ঋতুরাজ বসন্ত

শিমুল ফুলে রঙিন বসন্ত 

প্রকৃতিতে বসন্তের আজ দ্বিতীয় দিন। বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় ঋতু বসন্ত। এসময় ফোটে বর্ণিল ও বৈচিত্র্যময় সব ফুল। আমের মুকুল, কাঁঠালের মোচা, গাছে নতুন পাতা এই ঋতুরই অনুষঙ্গ। এজন্য বসন্তকে বলা হয় ঋতুর রাজা। আসাদুজ্জামান রাসেলের তোলা ছবিতে ফুটে উঠেছে গ্রাম-বাংলায় ঋতুরাজের আসল রূপ।

বসন্তে গাছে গাছে দেখা দেয় নতুন পাতা


পলাশ ফুল যেন বসন্তেরই প্রতিচ্ছবি 

সবচেয়ে বেশি ডালিয়া বসন্তেই ফোটে


পাতা ঝরে গাছপালা ন্যাড়া হয় শীতে 


সূর্যমুখী ফুল নিজেকে সবচেয়ে বেশি মেলে ধরে বসন্তে


অর্কিডেও ফোটে বাহারি ফুল


গাছে গাছে দেখা দেয় কাঁঠালের মোচা 


কড়ই পেকে যায় এসময় 


গাছজুড়ে রক্তিম পলাশের আভা


এসময় ফোটে নাম না জানা আরও অনেক ফুল

/মাহি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়