ঢাকা     বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

নায়কের প্রেমিকা হিসেবে অধিক পরিচিত, বিড়ম্বনায় নায়িকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ১৬ আগস্ট ২০২৪   আপডেট: ১১:০১, ১৬ আগস্ট ২০২৪
নায়কের প্রেমিকা হিসেবে অধিক পরিচিত, বিড়ম্বনায় নায়িকা

বলিউড অভিনেত্রী হারলিন শেঠি। ১৯৯২ সালের ২৩ জুন মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। এ শহরেই বাবা-মা, ভাইয়ের সঙ্গে তার বেড়ে ওঠা। মুম্বাইয়ে স্কুল-কলেজের পাঠ চুকান। স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর মুম্বাইয়ের একটি নামকরা নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রে কাজ শুরু করেন হারলিন।

নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি করার পর টিভি চ্যানেলে শো সঞ্চালনা শুরু করেন হারলিন। ২০১৩ সালে ইংরেজি ভাষার একটি স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু তার। হিন্দি, ইংরেজি ভাষার পাশাপাশি পাঞ্জাবি, মারাঠি ভাষায় দক্ষ তিনি। একাধিক নামকরা সংস্থার বিজ্ঞাপনেও অভিনয় করতে দেখা যায় তাকে।

 

বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে ছিলেন হারলিন। ভিকির এক বন্ধুর বাড়ির পার্টিতে অতিথি হিসেবে গিয়েছিলেন তিনি। সেখানে প্রথম আলাপ হয় দু’জনের। বন্ধুত্ব প্রেমের সম্পর্কে গড়াতে বেশি সময় লাগেনি। মাঝেমধ্যে একসঙ্গে লাঞ্চ এবং ডিনার ডেটে যেতেন ভিকি-হারলিন। নিজেদের সম্পর্কের কথা গোপন রাখার চেষ্টা করলেও পাপারাজ্জিদের ক্যামেরার ধরা পড়েন তারা। ভিকির কোনো সিনেমা মুক্তি পেলে সেই সিনেমার প্রচার অনুষ্ঠানেও দেখা যেত এই অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় পরস্পরের পোস্টে খুনসুটি করে মন্তব্য করতেন ভিকি-হারলিন। কিন্তু তাদের সম্পর্কে হঠাৎ ভাঙন ধরে। সোশ্যাল মিডিয়াতেও এ জুটির দূরত্ব বাড়ে।

 

২০১৯ সালে মুক্তি পায় ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। ভিকি অভিনীত এই সিনেমা মুক্তির সময়ে হারলিনের সঙ্গে বিচ্ছেদ হয় ভিকির। কানাঘুষা শোনা যায়, ওই সময়ে বলিউডের আরেক অভিনেত্রীর সঙ্গে ভিকির ঘনিষ্ঠতা বাড়তে থাকে। মূলত, এ কারণেই ভেঙে যায় ভিকি-হারলিনের প্রেম। বলিপাড়ার একাংশের দাবি— বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছিল ভিকির। এ কারণে হারলিনের সঙ্গে বিচ্ছেদ হয় তার। বিচ্ছেদের কারণ খোলসা না করলেও দুই তারকাই তাদের ‘সিঙ্গেল’ থাকার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন।

 

প্রেম ভেঙে যাওয়ার আগেই অভিনেত্রীর চেয়ে ভিকির প্রেমিকা হিসেবে অধিক পরিচিতি লাভ করেন হারলিন। বিষয়টি কষ্ট দিয়েছে তাকে। এক সাক্ষাৎকারে হারলিন বলেছিলেন— ‘আমার নিজের একটা পরিচয় রয়েছে। আমি কারো প্রাক্তন প্রেমিকা হিসেবে পরিচিতি পেতে চাই না। কেউ বড় পর্দার জনপ্রিয় অভিনেতা হতেই পারেন। কিন্তু আমি এখনো বড় পর্দায় অভিনয়ের সুযোগ পাইনি। আর এ কারণে অন্যের নামে আমার পরিচিতি গড়ে উঠতে পারে না।’

 

ভিকির সঙ্গে সম্পর্ক ভাঙার পর ভেঙে পড়েছিলেন হারলিন। তা জানিয়ে এ অভিনেত্রী বলেছিলেন, ‘আপনি যার সঙ্গে ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেখছেন, সে যদি হঠাৎ করে ছেড়ে চলে যায়, তা হলে আপনি দুঃখ পাবেন। সকলের ক্ষেত্রেই এমন হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমিও বদলেছি। আমি জানি, কীভাবে নিজেকে শক্ত রাখতে হয়।’

 

হারলিনের সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে বিয়ে করেন ভিকি। অন্যদিকে অভিনেতা বৈভবরাজ গুপ্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন হারলিন। পাশাপাশি ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ‘ব্রোকেন বাট বিউটিফুল’, ‘দ্য টেস্ট কেস’, ‘ফ্লার্টিন’, ‘দ্য গন গেম’, ‘কাঠমান্ডু কানেকশন’, ‘সুলতান অব দিল্লি’, ‘কোহরা’-এর মতো ওয়েব সিরিজে অভিনয় করেন হারলিন। ‘কোহরা’ ওয়েব সিরিজে অভিনয় করে বলিপাড়ায় প্রশংসা কুড়ান হারলিন। সম্প্রতি অনুরাগ কাশ্যপ, গুলশান দেবাইয়ার সঙ্গে ‘ব্যাড কপ’ সিরিজে অভিনয় করেছেন হারলিন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়