ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সরকার আতঙ্কে ভুগছে : ফখরুল

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪০, ২০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকার আতঙ্কে ভুগছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এখন আতঙ্কে ভুগছে। জনসমাগম দেখলেই জনবিস্ফোরণের আশঙ্কায় শিউরে উঠছে।’

শনিবার সংবাদ মাধ্যমর পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

গতকাল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যোগদানের প্রস্তুতিকালে ফেনী থেকে নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানানো হয় বিবৃতিতে।

ফখরুল ইসলাম বলেন, ‘বিএনপি দেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলের উদ্যোগে সবসময়ই গণতান্ত্রিক আচার-আচরণ অনুসরণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। অথচ আওয়ামী লীগ সরকার বরাবরই বিএনপির শান্তিপূর্ণ সভা-সমাবেশ পণ্ড করতে প্রশাসনকে ব্যবহার করে আসছে ।’

বরিশালের সমাবেশেও বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করা হয় বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৯/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়