ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘প্রিয়া সাহার অভিযোগে আমরা একমত নই’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ২০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রিয়া সাহার অভিযোগে আমরা একমত নই’

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ করেছেন, তার সাথে আমরা একমত নই।

শনিবার এক বিবৃতিতে এ কথা বলেন জিএম কাদের।

তিনি বলেন,  বিশ্বে  সাম্প্রদায়িক রাষ্ট্রের উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। প্রিয়া সাহার অভিযোগ বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এটি করা উচিত হয়নি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারাও প্রিয়া সাহার অভিযোগে দ্বিমত প্রকাশ করেছেন বলে গোলাম মোহাম্মদ কাদের উল্লেখ করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরবোজ্জল ঐতিহ্য রয়েছে। পৃথিবীর অনেকে দেশেই বাংলাদেশের মতো সম্প্রীতির এমন দৃষ্টান্ত নেই। বাংলাদেশে শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য যেন অটুট থাকে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।


রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৯/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়