ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘প্রিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ২১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রিয়া সাহার বক্তব্যকে দেশদ্রোহী মন্তব্য করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রিয়া সাহার বক্তব্য দেশদ্রোহী, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন,  ‘প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যে মিথ্যাচার করেছেন, সে জন্য অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে।’

‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে। তাই প্রিয়া সাহার বক্তব্যটি দেশের বিরুদ্ধাচরণ ছাড়া আর কিছু না। তিনি যুক্তরাষ্ট্রে কীভাবে গেলেন, কেনো এই ধরনের বক্তব্যে দিলেন, তার সুষ্ঠু তদন্তের প্রয়োজন রয়েছে’ বলেন তথ্যমন্ত্রী।

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যারা তাকে পাঠিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘প্রিয়া সাহাকে কারা সেখানে পাঠিয়েছেন, এটি খতিয়ে দেখা হবে। তিনি কীভাবে বাংলাদেশের প্রতিনিধি হলেন, এটি তদন্তের বিষয়।’

এ বিষয়ে প্রিয়া সাহার স্বামীর প্ররোচনা আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আইন অনুযায়ী স্বামীর বক্তব্যের জন্য স্ত্রী, কিংবা স্ত্রীর বক্তব্যের দায় স্বামীর নয়। তবে তার প্ররোচনা আছে কি না সেটি খতিয়ে দেখা হবে।’

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৯/নঈমুদ্দীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়