RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৩ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৯ ১৪২৭ ||  ১৬ রবিউস সানি ১৪৪২

খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ১২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার স্বজনরা। খালেদা জিয়ার সঙ্গে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সোমবার বেলা ১ টা ৩৫ মিনিটে খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান সিঁথি, কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতিমা ও ছেলে অভিক ইস্কান্দার হাসপাতালে আসেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, সেখানে তারা খালেদা জিয়ার রুমে অন্তত আড়াই ঘন্টা অবস্থানের পর বিকেল ৪ টার দিকে বের হন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া কারা হেফাজাতে চিকিৎসাধীন রয়েছেন।


রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৯/সাওন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়