ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে বিএনপি নেতা আমিনুল হক

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ১৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে বিএনপি নেতা আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক : মিরপুরে ঝিলপাড় বস্তিতে ঘটে যাওয়া অগ্নিকান্ডের স্থান পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্থদের সান্তনা দিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

এসময় ক্ষতিগ্রস্থ বস্তিবাসির অনেকেই আমিনুল হককে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, সারা জীবনের উপার্জনের সকল আসবাবপত্র পুড়ে শেষ, আমার নিজের ১০ টি ঘর পুড়ে গেছে, প্রায় ৫০ জন আহত, ১ জন নিহত হয়েছে।

ফারুক নামে আরেকজন বলেন, তার ৭টি ঘর পুড়ে গেছে। পরনের লুঙ্গি ছাড়া আর কিছুই নেই বলে বুক চাপড়ে কাঁদতে থাকেন তিনি। এ সময়ে তাদেরকে শান্তনা দিয়ে আমিনুল হক বলেন, হাজার হাজার মানুষের এই অমানবিক দৃশ্য সহ্য করার মত নয়। সবার আগে তাদের খোলা আকাশের নিচে থেকে উদ্ধার করে আশ্রয়ের ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্হা করতে হবে। সর্বোপরি আগুন লাগার বিষয়টি তদন্ত করতে হবে।

ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ধৈর্য ধরে পরিস্হিতি মোকাবেলা করার আহবান জানিয়ে তিনি বলেন, তারেক রহমান হাজার হাজার বস্তিবাসীর এহেন মর্মান্তিক পরিস্হিতিতে গভীর সমবেদনা জানিয়েছেন এবং বিএনপি নেতাকর্মীদের পাশে থাকার ও সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।

এসময় স্হানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।


রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৯/সাওন/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়