RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৫ ১৪২৭ ||  ০৩ রবিউল আউয়াল ১৪৪২

ক্ষমা চাইলেন শোভন

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১১, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্ষমা চাইলেন শোভন

নিজস্ব প্রতিবেদক :  সাংবাদিকের কাছ থেকে জোর করে ভিডিও ডিলিট করার ঘটনায় ক্ষমা চাইলেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে গিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। এ সময় ভুক্তভোগী সাংবাদিক দৈনিক ইনকিলাবের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর হোসেন ইমনের সঙ্গে কোলাকুলি করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড হলে তার সুষ্ঠু বিচার করবেন বলে প্রতিশ্রুতি দেন।

এ সময় সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির ও সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম নিবিড়সহ সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই সহ-সভাপতির মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে একজনের আঘাতে আরেকজন আহত হন।

আর এ ঘটনার ভিডিও ধারণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য নুর হোসেন ইমন। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন জোর করে নুর হোসেনের ধারণ করা ভিডিও ডিলিট করে দেন বলে অভিযোগ ওঠে।

পরে এ ঘটনার প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

**


রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৯/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়