ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ধর্মের কল বাতাসে নড়ে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৮, ২০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধর্মের কল বাতাসে নড়ে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মের কল বাতাসে নড়ে। আজ আওয়ামী লীগের যে দুঃশাসন,দুর্নীতি,নির্যাতন-নিপীড়ন সেটি এখন অন্য কাউকে বলতে হচ্ছে না, নিজে নিজেই বাতাসে কল নড়া শুরু হয়েছে।

দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী যুবদল এ মানববন্ধনের আয়োজন করে।

ফখরুল বলেন, ‘এখন আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতারাই প্রমাণ করছেন, যে তারা  সম্পদ লুট করে নিয়ে যাচ্ছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন, গত কয়েকদিন আগে ছাত্রলীগের সভাপতি-সম্পাদক ধরা পড়ল ফেয়ার শেয়ার নিতে গিয়ে । সেই শেয়ার আবার এক দুই কোটি টাকা নয় ৮৬ কোটি টাকা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘মজার ব্যাপার হলো, যার সঙ্গে কথা হলো অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তার কথোপকথন ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে। আজকে কী অবস্থায় দেশকে নিয়ে এসেছে আওয়ামী লীগ!’

তিনি বলেন, ‘ভাইস-চ্যান্সেলর যাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে মাথার উপরে রাখি, তিনিও আজকে ঘুষ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন।’

ফখরুল বলেন,আজকে ঢাকা শহরে ৬০টি ক্যাসিনো। পত্রিকায় আসছে এর প্রত্যেকটি চালাচ্ছে যুবলীগ-আওয়ামী লীগের নেতারা। এখন নিজেরা ধরা পড়েছে অন্যদের আবার দোষ ধরতে চায়। আজকে প্রমাণিত হয়েছে এই সরকার দুর্নীতিতে মদদ দিচ্ছে।’ 

সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব। সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

মানববন্ধনে বক্তব্য দেন-বিএনপির যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু, উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর পাটোয়ারী, দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ ।


ঢাকা/সাওন/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়