ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যে কারণে দুই আইনজীবীকে বহিষ্কার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যে কারণে দুই আইনজীবীকে বহিষ্কার করল বিএনপি

আলোচিত দুটি ঘটনায় আসামিপক্ষের আইনজীবী হওয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে দুই সদস্যকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনবিরোধী তৎপরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ‌্যাডভোকেট আশেক-এ-রসুলকে সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির জ‌্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক কার্যক্রমের সাথে অ‌্যাডভোকেট আশেক-এ-রসুলের কোনো সম্পর্ক থাকবে না।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ‌্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীকে বহিষ্কার করা হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবী হওয়ায় মোর্শেদা খাতুন শিল্পীকে বহিষ্কার করা হয়েছে। অপরদিকে, সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের মামলার আসামি রুহুল আমীনকে জামিন করানোর জন্য আশেক-এ-রসুলকে বহিষ্কার করা হয়েছে।


ঢাকা/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়