ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এরশাদ বিরোধী আন্দোলনে এত কর্মী ছিল না: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ১৮ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এরশাদ বিরোধী আন্দোলনে এত কর্মী ছিল না: গয়েশ্বর

বিএনপিতে এখন যত নেতা আছেন, এরশাদ বিরোধী আন্দোলনে এত কর্মী ছিল না বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেছেন, এরশাদ বিরোধী আন্দোলনেও আজকের মত এত কর্মী ছিল না। আজ এ দলের মধ্যে কত নেতা।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আফসার আহমদ স্মৃতি ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

দলে কোটিপতি নেতার অভাব নেই কিন্তু আজ বেগম খালেদা জিয়া জেলে উল্লেখ করে তিনি বলেন, আমাদের কিন্তু দীর্ঘদিন জেলে থাকতে হয়নি। এই কারণেই আজ আমাদের চিন্তা করতে হবে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আফসার আহমেদ যেমন একটি আদর্শের মানুষ। তার আদর্শ অনুসরণ করা যায়।

তিনি বলেন, জীবন্ত খালেদা জিয়াও তো আমাদের উৎসাহ উদ্দীপনা। তিনি জেলে থাকতেও আমাদের উৎসাহ-উদ্দীপনা ভোঁতা হয়ে গেছে। সেখানে চেতনার বিস্ফোরণ ঘটে না কেন। তার মানে আমরা এবং আমাদের চেতনার মধ্যে তফাৎ আছে। অথবা আমাদের প্রতিশ্রুতির অভাব রয়েছে।

এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমাদের প্রতিশ্রুতি যদি শক্ত অবস্থানে আসে। প্রতিশ্রুতি থেকে সাহসের সঞ্চার হয়। লক্ষ্য অর্জনের জন্য যখন প্রতিশ্রুতিতে আগাব তখন কোনো বাধাই আটকাতে পারবে না।

সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি জাহানারা সিদ্দিক। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ বক্তৃতা করেন।


ঢাকা/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়