ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ছাত্ররাজনীতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ২১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ছাত্ররাজনীতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে হবে’

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল ঐতিহ্য এখন আর নেই। শিক্ষাঙ্গনে মারামারি, হানাহানি। এ বিপর্যয় থেকে উত্তরণে ছাত্ররাজনীতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে হবে।

সোমবার পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় ছাত্রসমাজের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ছাত্ররা জাতির ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎকে আমরা অন্ধকারের পথে ঠেলে দিতে পারি না। আমি জাতীয় ছাত্রসমাজকে আলোকবর্তিকা হিসেবেই গড়ে তুলতে চাই।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বর্তমান ছাত্ররাজনীতি যে পথে গেছে তা জাতির জন্য অশনিসংকেত। জাতীয় ছাত্রসমাজের প্রত্যেক নেতাকর্মীকে এরশাদের আদর্শে উজ্জীবিত হতে হবে। তাদেরকে নিজেদের আদর্শের প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ কখনো ছাত্রসমাজকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাননি। তিনি ছাত্রদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হবার দীক্ষা দিয়েছেন।

মতবিনিময় সভায় আরো বক্তব‌্য রাখেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায়, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, ছাত্রবিষয়ক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান, যুগ্ম ছাত্রবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু বক্তব‌্য রাখেন।

উপস্থিত ছিলেন- ছাত্রসমাজের কেন্দ্রীয় আহ্বায়ক মো. জামাল উদ্দিন, সদস্য সচিব ফয়সাল দিদার দীপু, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খান জুয়েল, ছাত্রসমাজ নেতা শাহ ইমরান রিপন, আমিনুল হক মোল্লা, এরশাদুল বারী নাসিম, নকিবুল হাসান লিয়ন, নাজমুল হাসান রেজা, ইব্রাহিম খলিল, গাজী বিপ্লব, মো. ইউসুফ, তানভির হোসেন সুমন, আল আমিন সরকার, শরিফুল ইসলাম তানজিল, আজহার আহমেদ পরশ, আবির হোসেন, রাসেল আহমেদ রিংকু, রায়হান আহমেদ, নাঈম হোসেন।

ছাত্রসমাজের কেন্দ্রীয় সম্মেলন মনিটরিং সেল

১৫ নভেম্বরের মধ্যে জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের তাগিদ দিয়ে সার্বিক তদারকির জন্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে আহ্বায়ক করে ছয় সদস্যের মনিটরিং সেল গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায়, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাহ-ই-আজম, ছাত্রবিষয়ক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান।


ঢাকা/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়