ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ধর্ম প্রতিমন্ত্রীর অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধর্ম প্রতিমন্ত্রীর অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি

সরকারি আলিয়া ও আলেম ওলামাদের কুকুরের সঙ্গে তুলনা করার প্রতিবাদে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর অপসারণের দাবিতে শুক্রবার বাদ জুমা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অরাজনৈতিক সংগঠনটির পক্ষে কর্মসূচি ঘোষণা করেন নির্বাহী মহাসচিব আ.ন.ম মাসউদ হোসাইন আলকাদেরী।

তিনি বলেন, ‘দেশে সত্যিকার ইসলাম প্রচারে আলিয়া মাদ্রাসার আলেম ওলামা সমাজ অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে আলিয়ার আলেম ওলামাদের অবদান অনস্বীকার্য। রাষ্ট্রীয়ভাবে আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা চলে। কিন্তু সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আলিয়া মাদ্রাসার আলেমদের কুকুরের সঙ্গে তুলনা করে, পবিত্র হজের অবমাননা করে ধৃষ্টতা দেখিয়েছেন। একদিকে তিনি সরকারের মন্ত্রী হয়ে সরকারের আলিয়া মাদ্রাসা ও আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, অন্যদিকে আলেমদের কুকুরের সঙ্গে তুলনা এবং হজের অবমাননা করে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন। তাই আমরা তার অপসারণ দাবি করছি।’

এসময় আহলে সুন্নাত জামাআতের যুগ্ম মহাসচিব আল্লামা আবুল কাসেম নূরী, মুফতি ইব্রাহিম আলকাদেরী, আল্লামা হারুনুর রশীদ রেজভী, আল্লামা আব্দুর রহমান আলকাদেরী, তোফায়েল আহমেদ, আব্দুল মতিন, ফিরোজ আলম উপস্থিত ছিলেন।

সংগঠনটির যুগ্ম মহাসচিব আল্লামা আবুল কাসেম নূরী বলেন, ‘ধর্ম প্রতিমন্ত্রীর অপসারণের দাবিতে শুক্রবার সারা দেশে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল, সমাবেশ হবে। তার অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

তিনি বলেন, ‘সরকারি আলিয়া এবং আলিয়ার আলেম ওলামা সরকারের অংশ। সরকারের প্রতিনিধি হয়ে সরকারের অংশ এ আলিয়ার বিরুদ্ধে তিনি কীভাবে এ ধরনের ধর্মবিরোধী কথা বলেন। সরকার যেখানে জামাতের রাজনীতি নিষিদ্ধ করতে চায়, সেখানে ধর্ম প্রতিমন্ত্রী জামাতিদের সরকারি টাকায় হজে নিয়ে যান। আলিয়ার আলেম ওলামারা এই ধরনের জামাতপ্রিয় ধর্ম প্রতিমন্ত্রীকে সরকারে দেখতে চান না।’

মুফতি ইব্রাহিম আলকাদেরী বলেন, ‘ধর্ম প্রতিমন্ত্রী তার পছন্দের কওমিদের অনুষ্ঠানে গিয়ে যেভাবে কথা বলেছেন, তাতে মনে হয়েছে তিনি মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার, আশ-শামসদের পক্ষ নিয়েছেন। কারণ, প্রতিমন্ত্রীর সঙ্গে কওমি আশ-শামসদের সম্পর্ক রয়েছে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় কওমি ঘরানার নেজামে ইসলাম আশ-শামসের ভূমিকায় ছিলেন। যুদ্ধাপরাধী রাজাকার জামাতিদের বিচার হলেও আশ-শামসদের বিচার এখনো হয়নি।’ তিনি ধর্ম প্রতিমন্ত্রীর অপসারণসহ আশ-শামসদের বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলন শেষে আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিমন্ত্রীর অপসারণের দাবিতে মানববন্ধন করেন। পরে বিক্ষোভ মিছিল বের করেন।


ঢাকা/নঈমুদ্দীন/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়