ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিসেম্বরেই এলডিপি একাংশের বিশেষ কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিসেম্বরেই এলডিপি একাংশের বিশেষ কাউন্সিল

কর্নেল অলি আহমদের নেতৃত্ব থেকে বেরিয়ে নবগঠিত লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় চলতি ডিসেম্বর মাসেই বিশেষ কাউন্সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য সাবেক এমপি আবদুল গনিকে আহ্বায়ক ও এলডিপির যুগ্ম-মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ, সৈয়দ ইব্রাহিম রওনক, জাকির হোসেন রিয়াজকে যুগ্ম-আহ্বায়ক এবং এম এ বাসারকে সদস্য সচিব করে বিশেষ কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার রাজধানীর ফকিরাপুলের একটি হোটেলে দিনব্যাপী এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের ৩০টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক যোগ দিয়েছেন বলে এলডিপির নতুন নেতাদের পক্ষ থেকে জানানো হয়। বিশেষ এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক সাবেক হুইপ আব্দুল করিম আব্বাসী।

কর্নেল অলিকে দল পরিচালনায় ‘একনায়কসুলভ মানসিকতা’ সম্পন্ন নেতা দাবি করে নবগঠিত এলডিপির সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘বিএনপি সরকারে থাকা অবস্থায় অলি আহমদকে নেতা মেনে তখনকার ৩৫ জন সংসদ সদস্য (এমপি) মিলে এলডিপি গঠন করেছিলাম। বিএনপি থেকে বের হয়েছিলাম দল ও সংগঠনে গণতান্ত্রিক প্রতিষ্ঠার আশায়। কিন্তু হতাশ হতে হয়েছে।’

কর্নেল অলি সম্পর্কে এলডিপির সাবেক সিনিয়র যুগ্ম-মহাসচিব সেলিম বলেন, ‘কোনো ব্যক্তি রাজনৈতিক দলের মালিক হতে পারেন না। কর্নেল অলি দাবি করেছেন, এলডিপির মালিক তিনি। তার এ দাবিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। কারণ, রাজনৈতিক দল হয় দলের নামেই। কোনো ব্যক্তির নামে নয়।’

তিনি আরো বলেন, ‘তারা পকেট কমিটি করবেন না। চলতি ডিসেম্বর মাসেই বিশেষ কাউন্সিল করবেন। সেই কাউন্সিলেই সবার মতামতের ভিত্তিতে কমিটি গঠন করবেন।’

ঢাকা/সাওন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়