ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘চার নেতা হত্যার পরিকল্পনায় ছিলেন জিয়া’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘চার নেতা হত্যার পরিকল্পনায় ছিলেন জিয়া’

দেশকে রাজনীতিশূন্য করতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান জেলে জাতীয় চার নেতাকে হত্যার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

শনিবার জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ায় জেলা আওয়ামী লীগের সম্মেলনে এ অভিযোগ করেন জাতীয় চার নেতার একজন শহীদ এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম।

ওই ঘটনায় জিয়াউর রহমানকে ‘মূল খলনায়ক” অভিহিত করে তিনি বলেন, ‘তদন্ত কমিশন গঠন করে জিয়াউর রহমানের বিচার করতে হবে। তা না হলে দেশের ইতিহাস অসম্পূর্ণ থাকবে।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘খন্দকার মোস্তাক বেঈমানি করেছে। জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর রক্তের সাথে বেইমানি করেননি বলেই নির্মম হত্যার শিকার হয়েছেন। আজও সেই চক্রান্তকারী তাদের চক্রান্ত অব্যহত রেখেছে।’

তিনি সকল চক্রান্ত রুখে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনির সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মেরিনা জাহান কবিতা, বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান প্রমুখ।


ঢাকা/পারভেজ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়