ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তারেক দুর্নীতির বরপুত্র : নানক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তারেক দুর্নীতির বরপুত্র : নানক

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘দুর্নীতির বরপুত্র ও সন্ত্রাসের জনক’ হিসেবে অভিহিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক।

শনিবার বগুড়ায় জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি বলেন, ‘দুনীতির বরপুত্র, সন্ত্রাসের জন্মদাতা তারেক রহমান।’

‘সারা দেশে খুনের কারবালা করেছিল হাওয়া ভবন থেকে। আজ সে দেশ থেকে পালিয়ে গেছে। কেন পালিয়ে গেলেন তারেক? দেশে আসেন, সাহস থাকলে আইনের মোকাবিলা করেন’, বলেন আওয়ামী লীগের এই নেতা।

বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। আর যদি কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, দেশে অশান্তি করেন, তাহলে আমরাও মোকাবিলায় প্রস্তুত রয়েছি।’

এর আগে বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন তিনি।

খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘দুর্নীতির দায়ে খালেদা জিয়া কারাগারে আছেন। আইন-আদালত তাকে সাজা দিয়েছে। আদালতে বিক্ষোভ, ভাঙচুর করে খালেদার মুক্তি আসবে না। আইনে লড়াইয়ে মুক্ত করতে হবে, ভাঙচুর করে নয়।’

তিনি বলেন, ‘বিএনপির সময়ে বগুড়া ছিল সন্ত্রাসীদের অভয়ারণ‌্য। আজ সেখানে সুন্দর, শান্তিময় পরিবেশ। জননেত্রী শেখ হাসিনা সব হারিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। তিনি দুঃসাহসী নেত্রী। তাই উন্নয়ন এগিয়ে নিতে সংগঠন শক্তিশালী করতে হবে।’

কমিটিতে দুর্দিনের কর্মীদের মূল্যায়ন করতে নেতাদের প্রতি আহ্বান জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘দুঃসময়ে নেতাকর্মী আর কমিটি গঠনের সময় আত্মীয়-স্বজন, অনুপ্রবেশকারীরা ঢুকবে, তা হবে না।’

জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনির সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মেরিনা জাহান কবিতা, বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান প্রমুখ।


ঢাকা/পারভেজ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়