ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খোকা ও বেলা‌লের নেতৃ‌ত্বে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খোকা ও বেলা‌লের নেতৃ‌ত্বে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি

জাতীয় পা‌র্টির সহ‌যোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আবারও সভাপ‌তি হ‌য়ে‌ছেন লিয়াকত হো‌সেন খোকা এবং সাধারণ সম্পাদক হ‌য়ে‌ছেন বেলাল হো‌সেন।

শ‌নিবার বিকে‌লে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সম্মেলন শে‌ষে তাদের নাম ঘোষণা ক‌রেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

লিয়াকত হো‌সেন খোকা এম‌পি স্বেচ্ছা‌সেবক পা‌র্টির সভাপ‌তির পাশাপা‌শি বর্তমা‌নে জাতীয় পার্টির জ‌্যেষ্ঠ যুগ্ম মহাস‌চি‌বের দা‌য়িত্ব পালন কর‌ছেন। এর আ‌গে তি‌নি দীর্ঘদিন জাতীয় যুব সংহ‌তির সভাপতির দা‌য়িত্ব পালন করেন।

১৯৮৩ সা‌লে হুসেইন মুহম্মদ এ‌রশা‌দের হাত ধ‌রে রাজনীতি‌তে আসা এম‌পি খোকা নতুন বাংলা ছাত্রসমাজসহ দ‌লের দুঃসম‌য়ে জাতীয় পা‌র্টিসহ সহ‌যোগী সংগঠনগু‌লোর গুরত্বপূর্ণ প‌দে দা‌য়িত্ব পালন ক‌রেন। পরিচ্ছন্ন ও প‌রিশ্রমী রাজনী‌তি‌বিদ হি‌সে‌বে আস্থা অর্জন করায় জাপার প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এ‌রশাদ তা‌কে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে জাতীয় পা‌র্টির মনোনয়ন দেন। ওই আসন থে‌কে তি‌নি একাদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে সাংসদ নির্বাচিত হন। এর আগে দশম সংসদেও তিনি জাতীয় পার্টির এমপি ছিলেন। একই সঙ্গে এমপি খোকার হাতে তুলে দেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতৃত্ব। তার নেতৃত্বে সহযোগী সংগঠনটি বর্তমানে জাতীয় পার্টির শক্তিশালী ভ্যানগার্ডে পরিণত হয়েছে।

স্বেচ্ছা‌সেবক পা‌র্টির নব‌নির্বা‌চিত সাধারণ সম্পা‌দক বেলাল হো‌সেন জাতীয় পা‌র্টির সম্পাদকমণ্ডলীর সদস্য। তি‌নি দলের নেতাকর্মী‌দের মা‌ঝে বিনয়ী ও প‌রিশ্রমী রাজনী‌তিক হি‌সে‌বে প‌রি‌চিত।

এর আ‌গে বেলাল হো‌সেন জাতীয় যুব সংহ‌তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদ‌কের দা‌য়িত্ব পালন ক‌রেন।

স্বেচ্ছাসেবক পা‌র্টির স‌ম্মেল‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন দলের চেয়ারম্যান জি এম কা‌দের। প্রধান বক্তা ছি‌লেন মহাস‌চিব ম‌সিউর রহমান রাঙ্গা।

লিয়াকত হো‌সেন খোকার সভাপ‌তিত্বে স‌ম্মেল‌নে দ‌লের যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, শেখ আলমগীর হোসেন, নুরুল ইসলাম ওমর এমপি, অ‌্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, ইসহাক ভুইয়া, মোবারক হোসেন আজাদ, আমির হোসেন ভুইয়া, হারুন অর রশীদ, আব্দুল হামিদ ভাসনী,  হেলাল উদ্দিন, সুলতান মাহমুদ, এম এ রাজ্জাক খান, শারমিন পারভীন লিজা, সৈয়দা পারভীন তারেক, মাহমুদ রহমান মুন্নি, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, আবু সাঈদ স্বপন, গোলাম মোস্তফা, সুমন আশরাফ, আক্তার হোসেন, আমিনুল ইসলাম সাইদুল, ইকবাল হোসেন, মাসুদুর রহমান মাসুম, কনক আহমেদ, শাহজাহান মিয়া, নাছির উদ্দিন হাওলাদার, আবুল হাসনাত আজাদ, নুরুজ্জামান, জহিরুল ইসলাম রেজা, স্বপন, ইদি আমিন এ্যাপোলো, কামাল উদ্দিন, জামাল উদ্দিন, সাইফুল ইসলাম, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জাপার কেন্দ্রীয় নেতা নাজমুল খান, আবু সাদেক সরদার বাদল, মাহমুদ আলম, ফায়েকুজ্জামান ফিরোজ, নুরুচ্ছফা সরকার, মো. সোলায়মান সামি, রিতু নুর, প্রিয়াংকা, তাসলিমা আকবর রুনা, মোমেনা বেগম, জাতীয় ছাত্রসমাজের সভাপতি ইব্রাহীম খান জুয়েল প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।


ঢাকা/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়